- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১০, ২০২২
৪ কৃষককে পিষে মারার মামলায় জামিন কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের ছেলে আশিসের
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি চালিয়ে পিষে মারার মামলায় চার মাস পর জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় সিং টেনির ছেলে আশিস মিশ্র । আশিসের বিরুদ্ধে অভিযোগ, কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে ৪ কৃষকে হত্যা করেছিলেন । এই ঘটনা সুপরিকল্পিত । মৃত কৃষকদের পরিবার সুনির্দিষ্ট ভাবে আশিস ও তাঁর বাবা অজয়কে ঘটনার জন্য দায়ী করেন । অনেক টাল বাহানার পর স্থানীয় প্রশাসন আশিসকে গ্রেপ্তার করে । ওই মামলা এখনও চলছে । ভোটের মুখেই জামিন পেলেন আশিষ ।
❤ Support Us