Advertisement
  • টে | ক | স | ই
  • মার্চ ২৮, ২০২২

ল্যাকমে ফ্যাশন উইক-এর আসরে একসঙ্গে একঝাঁক বলি তারকা।

ল্যাকমের আসরে শরৎচন্দ্রের ‘পার্বতী’ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ল্যাকমে ফ্যাশন উইক-এর আসরে একসঙ্গে একঝাঁক বলি তারকা।

রাজধানী দিল্লিতে চলছে ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় উৎসব ল্যাকমে ফ্যাশন উইক। ২২ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের আজ শেষ দিন। দুই বছর পর ‘ফিজিক্যালি’ অনুষ্ঠিত হওয়া ভারতীয় ফ্যাশনের এই ঝলমলে সপ্তাহ নানা দিক থেকেই অনন্য। একদিকে যেমন দুই বছরে ‘জেগে ওঠা’ নতুন তরুণ ডিজাইনাররা অংশ নিয়েছেন, অন্যদিকে প্রতিষ্ঠিত নামকরা অনেক ডিজাইনার উপস্থিত হয়েছেন তাঁদের সেরা কালেকশন নিয়ে। সবার চেষ্টা ছিল সুপরিচিত কোনো বলি তারকাকে নিজের কালেকশনের সেরা পোশাক পরিয়ে সকলের সামনে দাঁড় করানো, যাতে সব আলো যেন ঝলমল করে ওঠে নিজের ঘরানার পরিচিতিতে। সেই সূত্রে গত কয়েক বছরের তুলনায় এবার সর্বোচ্চ সংখ্যক বলিউড তারকা অংশ নিয়েছেন এই ফ্যাশন উৎসবে। কৃতি শ্যানন, জাহ্নবী কাপুরের মতো ‘এ লিস্টেড’ তারকারা অংশ নিয়েছেন শেষ দিনের আগেই। একনজরে দেখে নেওয়া যাক সেসবের ছবি।
ল্যাকমে ফ্যাশন উইকে সিক্স ডিগ্রি ডট কোর শো স্টপার ছিলেন বলিউড তারকা পূজা হেগড়ে ।

ফ্যাশন ডিজাইনার রোহিত বহেল হয়েছেন আরেক ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মার ক্লোদিং ব্র্যান্ড অভিষেক স্টুডিওর শো স্টপার। ফ্যাশন ডিজাইনার বন্ধুর জন্য মডেল বনে যাওয়া ফ্যাশন ডিজাইনারদের জন্য নতুন বিষয় নয়।টপ মেকআপ আর এক্সেসরিজ ব্র্যান্ডগুলোও অংশ নিয়েছে এই ফ্যাশন উইকে। ভারতীয় ফ্যাশনকে যে ডিজাইনাররা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করেন, তাঁদেরই একজন তরুণ তাহিলিয়ানি। নামজাদা এই ফ্যাশন ডিজাইনারের শো স্টপার ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন ।ডিজাইনার অভিষেক শর্মা ও রাহুল সিংয়ের একটি কালেকশন ।পঙ্কজ আর নিধির কালেকশনে ছিল পার্টি লুকের পোশাক। আর ট্রেন্ড মেনে সেখানে প্রাধান্য পেয়েছে চুমকির কাজ ।ব্রিক রেড লেহেঙ্গায় পুনিত বালানার শো স্টপার ছিলেন জাহ্নবী কাপুর ।

মনীষ মালহোত্রার কালেকশনের নাম ছিল ‘ডিফিউজ’। এখানে প্রাধান্য পেয়েছে ম্যাজিক্যাল রং, জ্যামিতিক প্যাটার্ন আর ইলেকট্রনিক প্রিন্ট ।
মনীষ মালহোত্রার নজরকাড়া এই কালেকশনের শো স্টপার ছিলেন ‘গালি বয়’ সিনেমা দিয়ে লাইমলাইটে আসা তরুণ বলিউড তারকা সিদ্ধার্থ চতুর্বেদী। ছিল হিরের নতুন নকশার গয়নার কালেকশন। এই শোর নাম ‘দ্য স্পটলাইট’ । বলিউড তারকা হুমা কুরেশি ছিলেন এই কালেকশনের শো স্টপার অভিজিৎ গুপ্তা ও সিদ্ধার্থ বানসালের কালেকশনের নাম ‘ব্লুমিং টেলস’ । আয়েশা রাওয়ের শো স্টপার ছিলেন শহীদ কাপুরের স্টাইলিশ স্ত্রী মীরা রাজপুত । এবারের শোতে স্ট্রিট স্টাইলও প্রাধান্য পেয়েছে ।

একদিকে পোশাকের বাহার, অপর দিকে বলিউড তারকাদের দ্যুতি—জমে উঠেছে ল্যাকমের আসর। সোহা আলী খান, মনোজ বাজপেয়ী, ম্রুণাল ঠাকুর, শ্রুতি হাসান—এই কদিনে ল্যাকমের মঞ্চ আলোকিত করেছেন এসব বলিউড তারকা।

তৃতীয় দিনে মঞ্চে দেখা দিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র পার্বতী। এই আসরে ডিজাইনার প্রতিমা পান্ডের লেবেল ‘প্রামা’ উন্মোচন করে ‘পারু’ কালেকশন। তিনি দেখা দিয়েছেন শরৎচন্দ্রের পারুরূপে । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর নায়িকা পারু অর্থাৎ পার্বতী প্রতিমার মূল প্রেরণা। পারুর অপার সৌন্দর্যকে যেন এই মঞ্চে আবার জীবন্ত করেছিলেন তিনি। এই চরিত্রের সাজপোশাকের মধ্য দিয়ে ১৯২০ সালের হারিয়ে যাওয়া ফ্যাশন ধারাকে আবার ফিরিয়ে এনেছিলেন তিনি। এভাবে কেবল শহর আর প্রকৃতি নয়, বাংলা ক্ল্যাসিক সাহিত্যও প্রভাব ফেলছে আধুনিক ফ্যাশনে।

ডিজাইনার বৈশালী এই আসরে নিয়ে এসেছিলেন উৎসবের পোশাকের নানান বাহার। তাঁর আয়োজনে লাল রঙের আধিক্য বেশি চোখে পড়ে। ‘ফিল রোগ’ নামের এই কালেকশনে ছিল গাউনের বৈচিত্র্য। নজর কেড়েছিল তার কর্ড ওয়ার্ক।

ল্যাকমের আসরে ডিজাইনার উজ্জ্বল দুবের লেবেল ‘অন্তর অগ্নি’ তুলে ধরে আগামী দিনের হাল ফ্যাশনের পোশাক। ছিল পালাজো, পালাজোর সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট, একই প্রিন্টের পালাজো আর টপ, গ্যালেন্স প্যান্টসহ আরও নানান ট্রেন্ডি পোশাক। উজ্জ্বল দুবের ডিজাইন করা কালো প্যান্ট, আর ফুলহাতা কালো টপ পরে এই আসরে ঝড় তোলেন দক্ষিণি তারকা শ্রুতি হাসান। অভিষেক গুপ্তর খাদি ইন্ডিয়া কালেকশনের শো স্টপার ছিলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!