- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৮, ২০২২
জীবনের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেন

নিজের কেরিয়ারে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। মঙ্গলবার ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ২ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন ২১ বছর বয়সী এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। আগে তিনি ছিলেন ৮ নম্বরে। সেটাই এতদিন ছিল তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন আলমোড়ার এই ব্যাডমিন্টন তারকা। ২৫টি টুর্নামেন্ট খেলে তিনি সংগ্রহ করেছেন ৭৬৪২৪ পয়এন্ট।
শুধু লক্ষ্য সেনই নন, ডাবলসে এগিয়েছে সদ্য ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। পুরুষদের ডাবলসে এই জুটি তাঁদের কেরিয়ার সেরা পুরনো স্থানে উঠে এসেছেন। একসময় তাঁরা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিলেন। পরে সেখান থেকে নেমে যান। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর এক ধাপ এগিয়ে আবার পুরনো জায়গায় ফিরে এসেছেন। এই ভারতীয় জুটি দুটি বিডব্লিউএফ বিশ্ব খেতাব জিতেছে, ইন্ডিয়া ওপেন সুপার ৫০০ এবং ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জিতেছিল এই জুটি। ভারতের থমাস কাপ জয়েও এই জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ত্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদের মহিলাদের ডাবলস জুটি এবং ইশান ভাটনগর এবং তানিশা ক্রিস্টোর মিক্সড ডাবলস জুটিও তাদের জীবনের সেরা র্যাঙ্কিং যথাক্রমে ২৩তম এবং ২৮তম স্থানে উঠে এসেছে৷ ত্রিসা এবং গায়ত্রী ৫ ধাপ এগিয়ে এসেছে, অন্যদিকে তানিশা ও ইশান জুটি ২ ধাপ এগিয়েছে। মহিলাদের সিঙ্গলসে দুটি অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধুও এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। গোড়ালির চোটের জন্য বার্মিংহাম গেমসের পর থেকে তিনি আর কোনও টুর্নামেন্টে অংশ নেননি। পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয়যথাক্রমে ১১ তম এবং ১২ তম স্থানে রয়েছেন।
❤ Support Us