Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৩

ধর্ষণে অভিযুক্ত লামিছনেকে জাতীয় দলে রেখেছে লেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্ষণে অভিযুক্ত লামিছনেকে জাতীয় দলে রেখেছে লেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন

এক নাবালিকাকে ধর্ষণের দায়ে তিনি অভিযুক্ত। আদালতে বিচার চলছে। তা সত্ত্বেও জাতীয় দলে ডাক পেলেন সন্দীপ লামিছনে। আর তাঁকে জাতীয় দলে ডাকায় তীব্র সমালোচনার মুখে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন। আর তাদের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেপালের রাজধানীতে শুরু হয়েছে বিক্ষোভ। রাজপথে নেমেছেন বিভিন্ন নেতা–কর্মী এবং ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
গত বছর ১৭ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে নেপালের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে। লামিছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার জন্য দেশে ছিলেন না নেপালের জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি নেপাল পুলিশ। লুক আউট নোটিশ জারি করে। শেষ পর্যন্ত ইন্টারপোলের দ্বারস্থ হয়। গত বছর অক্টোবর মাসে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন সন্দীপ লামিছনে। দীর্ঘ শুনানি পরে তাঁকে গতমাসে জামিন দিয়েছে আদালত। আর জামিন পাওয়ার পর পরই সন্দীপ লামিছনের ওপর থেকে নির্বাসন তুলে নেয় নেপাল ক্রিকেট সংস্থা।
তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় গত বছর ৪ সেপ্টেম্বর লামিছনেকে নির্বাচিত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবং নির্বাসিত করার সময় বলা হয়েছিল নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্বাসিত থাকবেন। জামিন পাওয়ার পর ৩১ জানুয়ারি লামিছর ওপর থেকে নির্বাসন তুলে নেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারপরই তাঁকে জাতীয় শিবিরে ২০ জনের দলে ডাকা হয়। এরপর ৯ ফেব্রুয়ারি ১৪ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছেয সেই দলে রাখা হয়েছে সন্দীপ লামিছনেকে। আইসিসি–র বিশ্বকাপ লিগ ২–এর জন্য নেপাল ত্রিদেশীয় সিরিজ খেলবে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে। ১৪ই ফেব্রুয়ারি থেকে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে।


  • Tags:

Read by: 44 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!