Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ২৯, ২০২৪

পিএম ২.‌৫ মিশ্রিত দূষিত বায়ু ২০ শতাংশ টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
পিএম ২.‌৫ মিশ্রিত দূষিত বায়ু ২০ শতাংশ টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

পিএম ২.‌৫ মিশ্রিত দূষিত বায়ু টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। মেডিকেল জার্নাল ল্যানসেটের এক সমীক্ষায় এমনি জানা গেছে। এই পিএম ২.‌৫ চুলের স্ট্র্যান্ডের চেয়ে ৩০ গুণ পাতলা। এই সূক্ষ্ম দূষণকারী তেল, ডিজেল, বায়োমাস এবং গ্যাসোলিনের দহন থেকে নির্গত হয়। ক্রমবর্ধমান দূষণ এবং ক্ষতিকারক বায়ুর সংস্পর্ষে আসা বৃহৎ জনসংখ্যার ওপর গবেষণা চালিয়ে সমীক্ষাটি করা হয়েছে।
পিএম ২.‌৫ দূষণকারীকে প্রায়শই হত্যাকারী হিসাবে আখ্যায়িত করা হয় এবং এটি শহরাঞ্চলে বায়ু দূষণের একটি প্রধান উপাদান। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে পিএম ২.‌৫–র স্বল্পমেয়াদী প্রভাব স্নায়ুতন্ত্রের ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ায়, যা কার্ডিওভাসকুলার রোগের দিকে এগিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে পিএম ২.‌৫ দূষণকারীর সাথে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং ২০ শতাংশ টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
বায়ু দূষণ এবং ডায়াবেটিসের মধ্যে যোগসূত্রটি নিম্ন আর্থ–সামাজিক গোষ্ঠীর পুরুষের এবং সহজাত রোগে আক্রান্তদের মধ্যে বেশি। গবেষণা থেকে জানা যায় যে পিএম ২.‌৫ ডায়াবেটিস যুক্ত ও ডায়াবেটিস ছাড়া মানুষের মধ্যে  দীর্ঘস্থায়ী কিডনি রোগের সাথে যুক্ত। গোটা বিশ্বে প্রায় ৫৩৭ মিলিয়ন মানুষ টাইপ ২ ডায়াবেটিসে ভুগছে এবং তাদের মধ্যে অর্ধেকই জানে না যে তারা ডায়াবেটিক রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ অনুসারে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। ২৫ মিলিয়ন মানু্ষের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুসারে বিহারের বেগুসরাই বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন এলাকা হিসেবে আবির্ভূত হয়েছে। আর দিল্লিকে সবচেয়ে খারাপ বায়ুর মানের রাজধানী শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় রাজধানী ২০১৮ সাল থেকে চারবার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের স্থান পেয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!