- দে । শ
- জুন ২৬, ২০২৩
পুণ্যার্থী সমাগমে রেকর্ড মক্কায়

গতকাল থেকে পবিত্র কাবা প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয়েছে হজ। সৌদি প্রশাসনের জানানো হয়েছে এ বছর প্রায় ২৫ লক্ষ পুণ্যার্থীর জন সমাগম হওয়ার কথা। যা করোনা অতিমারী পরবর্তী সময়ে নিঃসন্দেহে এক বিরল নজির।
মিশর, সিরিয়া সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ ও পৃথিবীর যে খানে যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এসেছেন মক্কায়। তীর্থযাত্রীদের মধ্যে এমন অনেকে আছেন যাঁরা শারীরিক প্রতিবন্ধতার শিকার, অথচ মনোবল তাঁদের তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিমারি যখন শুরু হয়েছিল সে বছর ১০ হাজার লোককে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। পরের বছর তা বেড়ে হয় ৫৯ হাজার। গত বছরে তা গিয়ে দাঁড়ায় ১০ লক্ষে।
সাধারণত আল-মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে মিনায় যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। এর আগে তারা আরাফাত পর্বতে জড়ো হন, যেখানে নবী মুহাম্মদ তার শেষ খুতবা দিয়েছেন। সৌদির সরকার আগত তীর্থযাত্রীদের শারীরিক সমস্যার কথা ভেবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও ক্লান্ত মানুষের চিকিৎসার জন্য ৩২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী এবং হাজার হাজার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে।
❤ Support Us