Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১, ২০২৩

আজই “ইন্ডিয়া” জোটের লোগো প্রকাশ পাচ্ছে না

আরম্ভ ওয়েব ডেস্ক
আজই “ইন্ডিয়া” জোটের লোগো প্রকাশ পাচ্ছে না

আজই “ইন্ডিয়া”-র লোগো প্রকাশ হচ্ছে না। তবে “এক জাতি, এক ভাোট”, এর বিরোধীতায় “ইন্ডিয়া” জোটে চলোচনা। ২৮ দলের এই বিজেপি বিরোধী জোটের নেতাদের বক্তব্য থেকে যে বিষয়টি স্পষ্ট হয় তা হল, “এক জাতি, এক ভোট” সারা দেশে মোদি সরকার চালু করতে চাইছে। এই “এক জাতি, এক ভোট” বিষয়টি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে মনে করছেন “ইন্ডিয়া” জোটের নেতৃত্ব। এদিকে “এক জাতি, এক ভোট”, বিজেপির এই সিদ্ধান্ত কতটা আইনত সঙ্গত তা নিয়ে কংগ্রেস নেতা ও আইনজ্ঞ কপিল সিব্বল খতিয়ে দেখবেন বলে ” ইন্ডিয়া”-র বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে আজকের বৈঠকে “ইন্ডিয়া”-র যে লোগো প্রকাশের কথা ছিল তা হচ্ছে না বলে জানা যাচ্ছে। কারণ অনেকগুলো লোগোর মধ্য থেকে যে দুটি লোগো বাছা হয়েছিল, তার একটিতে “দিল মাঙ্গে মোর” শব্দটি লেখা থাকায় সমস্যা দেখা দেয়,কারণ এটি একটি বহজাতিক কোম্পানির বহুল প্রচারিত একটি বিজ্ঞাপনের স্লোগানের অংশ। ঠিক হয়েছে মুম্বইয়ে নয়, এর পরবর্তী বৈঠকে লোগো প্রকাশ করা হবে।
তবে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ২০২৪-এর লোকসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে এগোতে চাইছে “ইন্ডিয়া”-র নেতৃত্ব। কারণ ভোট ডিসেম্বর- জানুয়ারিতে হতে পারে ধরেই ” ইন্ডিয়া” জোটের নেতৃত্ব এগোতে চাইছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!