- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৩
স্বচ্ছ, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কমিশনের দফতরের সামনে আইনজীবীদের বিক্ষোভ

অবাধ,স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বামপন্থী আইনজীবীদের সংগঠন। অল ইণ্ডিয়া ল’ইয়ার্স ইউনিউয়নের ব্যানারে শুক্রবার বিকেলে সরোজিনী নাইডু সরণীতে জড়ো হন তাঁরা। কমিশনের চেয়ার ম্যান নিরপেক্ষভাবে যাতে ভোট পরিচালনা করেন, সেকথাই বার বার নিজেদের শ্লোগানে তুলে নবীন থেকে প্রবীণ উকিলরা।
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনয়নের দিন ঘোষণার পোর্ট থেকেই শুরু হয়েছে অশান্তি। জায়গায় জায়গায় বিরোধীদের হুমকি দেওয়া থেকে শুরু করে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার একাধিক অভিযোগ উঠছে। বহু ক্ষেত্রে হিংসার খবর সামনে এসেছে। এমতাবস্থায় গ্রাম বাংলার ভাগ্য নির্ধারণের লড়াই এবারে আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বহু টালবাহানার পর সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে নিরাপদে ভোট পরিচালনার জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে। তারপরও অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন কারণ অতীতে রাজ্যের ভোট অভিজ্ঞতা খুব সুখকর নয়। নির্বাচনের আগে হোক কিংবা পরে— হিংসায় বার বার রক্তস্নাত হয়েছে বাংলার মাটি। সেকারণেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে সুষ্ঠু উপায়ে গ্রাম বাংলার প্রত্যেকে নাগরিক অংশ নিতে পারে তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। সে দাবিই জানালেন আইনজীবীরা।
❤ Support Us