Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৪

ইজরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫৫৮

আরম্ভ ওয়েব ডেস্ক
ইজরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫৫৮

মধ্যপ্রাচ্য সংকট ক্রমশ জটিল আকার ধারণ করছে। পশ্চিম এশিয়ায় ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফিলিস্তিনের গাজা গুঁড়িয়ে দেওয়ার পর এবার লেবাননের ওপর নির্বিচারে রকেট হামলা শুরু করেছে ইজরায়েল। এই রকেট হামলায় গত দুদিনে লেবাননে ৫৫৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৪ জন মহিলা ও ৫০টি শিশু রয়েছে। এর মধ্যে সোমবারই নিহত হয়েছিলেন ৪৯২ জন। ইজরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
লেবাননে পেজার বিস্ফোরণের পর থেকেই হিজবুল্লাহ ও ইজরায়েলি বাহিনীর মধ্যে রকেট হামলা চলছিল। পেজার বিস্ফোরণের ঘটনাকে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। সোমবার ভোর থেকেই ব্যাপক বিমান হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। হামলার আগে হিজবুল্লাহর কাছাকাছি থেকে লেবাননেন বাসিন্দাদের দূরে সরে যাওয়ার বার্তা দেয় ইজরায়েল। তারপরই শুরু হয় হামলা। হিজবুল্লাহও পাল্টা ইজরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট নিক্ষেপ করে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে ইজরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯৪ জন মহিলা ও ৫০ জন শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০০। ইজরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুবাইসি মারা নিহত হয়েছেন। কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট ফোর্সের কমান্ডার ছিলেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কুবাইসি ছিলেন ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহর রকেট বিভাগের গুরুত্বপূর্ণ কমান্ডার।
লেবাননে ওপর ইজরায়েলি বাহিনীর গত দুদিন ধরে এই নির্বিচার হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার দফতরের। পাশাপাশি সাধারম মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন একবারেই স্পষ্ট। একটি সশস্ত্র সংঘাতে সব পক্ষকে অবশ্যই সব সময় বেসামরিক নাগরিক ও যোদ্ধা এবং বেসামরিক স্থাপনা ও সামরিক স্থাপনাকে আলাদা করতে হবে।’‌
জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথু সল্টমার্শও ইজরায়েলি হামলার বিরুদ্ধে সরব। তিনি বলেন, ‘‌লেবাননে ইজরায়েলের হামলায় সাধারণ মানুষের নিহত হওয়াটা মেনে নেওয়া যায় না। সোমবার থেকে হাজার হাজার মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।। এই সংখ্যা ক্রমশ বাড়ছে।’‌ বাস্তুচ্যুত লোকজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!