- দে । শ
- জানুয়ারি ২, ২০২৪
অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিতে আহত দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জায়ে মায়েং
অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিতে আহত দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জায়ে মায়েং। আজ স্থানীয় সময় সকালে দেশের দক্ষিণ অঞ্চল বন্দর শহর বুসানে ঘটনাটি ঘটেছে। জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়ানহ্যাপ। লি-র ঘাড়ের বাঁদিকে আঘাত করা হয়েছে। ঘটনার পর আততায়ীকে আটক করেছে পুলিশ।
আজ সকালে সাংবাদিক সম্মেলন চলাকালীন ৫০-৬০ বছর বয়সী এক ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার ভান করে লি-র দিকে এগিয়ে যান। এরপর তিনি হঠাৎ লি-র ওপর ঝাঁপিয়ে পড়েন। ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করেন। লি-র ঘাড়ে প্রায় এক সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে লি, ভিড়ের মধ্যে পড়ে যান। একজন তাঁর ঘাড়ের পাশে একটা রুমাল চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। কয়েকজন লোক সেই আততায়ীকে ধরার জন্য তৎপরতা শুরু করেন। এরপর লি-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর জ্ঞান ছিল।
লি জায়ে মায়েং দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতা। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ইউন সুক ইওল-এর কাছে মাত্র ০.৭৩ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হন। দক্ষিণ কোরিয়ার নির্বাচনে এটাই ছিল সবথেকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন।
এই মুহূর্তে লি দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। আগামী সাধারণ নির্বাচনে আইনসভায় প্রার্থী হওয়ার পরিকল্পনা আছে। এবছর এপ্রিলে ওই সাধারণ নির্বাচন হওয়ার কথা। ২০২৭ সালের দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও আছে লি-র।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল লি-র ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, “এই ঘটনা অপ্রীতিকর। কখনোই মেনে নেওয়া যায় না।” তিনি লি-র সবথেকে উপযুক্ত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।
❤ Support Us