Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৮, ২০২২

কোথাও রাজপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রেল অবরোধ, বনধে বিচ্ছিন্ন অশান্তি বাংলায়।

অবরোধ করতে গিয়ে চলন্ত ট্রেনের মুখোমুখি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বন্‌ধ সমর্থকেরা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
কোথাও রাজপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রেল অবরোধ, বনধে বিচ্ছিন্ন অশান্তি বাংলায়।

ছবি : সংবাদ সংস্থা ।

সোমবার সকাল থেকে বন্‌ধের সমর্থনে পথে নামে বামেরা। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয়। আটকেরও খবর পাওয়া গিয়েছে।মোদি সরকারের একাধিক নীতির বিরোধিতায় ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার বন্‌ধের ডাক দিয়েছে বামেরা । জনজীবনে যাতে ধর্মঘটের প্রভাব না পড়ে সেদিকে নজর রেখেছে রাজ্য। তা সত্ত্বেও সোমবার সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির ছবি। বিভিন্ন জায়গায় রেললাইনে অবরোধ করেন বাম নেতা-কর্মীরা। লাইনে শুয়ে পড়েন তাঁরা। উলুবেড়িয়ায় ট্রেন রুখতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়ছিলেন এক বন্‌ধ সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। যা দেখে শিউরে উঠছেন সকলে। ট্রেনের চালক তড়িঘড়ি ব্রেক কষায় বাঁচল প্রাণ । বিষয়টি টের পেয়েই ট্রেন থামান চালক। জানা গিয়েছে, সামান্য জখম হয়েছেন ওই বামকর্মী।

বন্‌ধের প্রভাবে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে অশান্তি। একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। কোথাও আবার জোর করে দোকানপাঠ বন্ধ করে দেওয়া হচ্ছে । কোচবিহারে ভাঙচুর করা হয় সরকারি বাস। পরিস্থিতি মোকাবিলার চেষ্টায় পুলিশ।বেলা যত গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে বন্‌ধ সমর্থনে বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভ। জাতীয় সড়কে চলছে বিক্ষোভ। আটকে পড়ছে বাস, অটো। প্রবল সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা। বহু জায়গায় দোকানপাট বন্ধ।

আজ সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল অশান্তির ছবি। এদিন সকালে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বামেদের কর্মী-সমর্থকরা। যাদবপুর স্টেশনে রেললাইনে বসে পড়েন বামেরা। ব্যানার হাতে ট্রেনের প্যান্টোগ্রাফের উপর উঠে পড়েন বাম কর্মীরা। যার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় রেল পরিষেবা। স্টেশনে বাড়তে থাকে ভিড়।একই ছবি দেখা গিয়েছে হাওড়ার ডোমজুড়, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া স্টেশনে। রেল লাইনে অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। ফলে অফিস টাইমে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। প্রবল ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। তবে জেলায় জেলায় সড়কেও চলছে বামেদের বিক্ষোভ। লেকটাউনের কালিন্দি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকেই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠনের সদস্যরা। কোচবিহারে সরকারি বাস লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। বিভিন্ন জেলায় বলপূর্বক দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠছে বামেদের বিরুদ্ধে। সব মিলিয়ে বামেদের বিক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া বাংলায়।
রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা ।বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে কোচবিহার শহরে রাস্তায় টায়ার জ্বালানো হয়। পরে পুলিশ গিয়ে নিভিয়ে দেয়। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের সামনে বামপন্থীরা পিকেটিং শুরু করায় পুলিশের সঙ্গে বচসা বাধে। কোচবিহার কেশব রোডে ঢিল ছুড়ে সরকারি বাসের কাচ ভেঙে দেন ধর্মঘটিরা।ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।

জলপাইগুড়ির ধূপগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা। ধর্মঘটিরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করায় পুলিশ বাধা দিলে বচসা বাধে। ধূপগুড়ি শহরে বেসরকারি বাস চলাচল বন্ধ। সরকারি বাস চললেও যাত্রী কম। এর পাশাপাশি, জলপাইগুড়ি শহরেও বন্ধ বেসরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোর সামনে ধর্মঘটিরা সরকারি বাস আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা বাধে। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
দুর্গাপুর স্টেশন রোডে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস আটকান ধর্মঘটিরা। এরপর দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করেন তাঁরা। ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক পুলিশ কর্মী।

হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝখানে রেল অবরোধ বাম কর্মী, সমর্থকদের। আটকে পড়ে কয়েকটি ট্রেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। আপ-ডাউন মিলিয়ে আটকে পড়ে একাধিক লোকাল।
বাগুইআটি ৪৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে উত্তেজনা। শুয়ে পড়ে ভিআইপি রোড অবরোধ করেন ধর্মঘটিরা। যান চলাচল ব্যাহত হয়। আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

দু’দিনের এই ভারত বন্‌ধ জনজীবন স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার বন্‌ধের বিরোধিতা করেছে। সরকারের তরফে অফিস-আদালত, পরিবহণ, দোকান-বাজার— সব সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।বনধে সামিল হয়েছে অল ইন্ডিয়া এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যরাও। রবিবার ব্যাঙ্ক বনধের পর সোম ও মঙ্গলবার ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং থেকে এটিএম পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!