Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১১, ২০২৪

কাল বৈঠকে বসবে বামফ্রন্ট। জানাতে পারে প্রার্থী তালিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাল বৈঠকে বসবে বামফ্রন্ট। জানাতে পারে প্রার্থী তালিকা

রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি আর লোকসভা ভোটে আসন বাটোয়ারা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বাংলার বামফ্রন্ট। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে। এ বৈঠকেই ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, বিপ্লবী বাংলা কংগ্রেস, বলশেভিক পার্টি, মার্কসিস্ট ফরওয়ার্ড বল্ক, ওয়াকার্স পার্টি, আর সিপিআই সহ ৯ শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

কোন কোন দল, মোট কটি আসনে লড়বে, বিষয়টি নিয়ে নিশ্ছিদ্র নীরবতা বজায় রেখেছে ফ্রন্ট। কংগ্রেস অথবা আইএসএফের সঙ্গে সমঝোতা হবে কি, হবে না, এ বিষয়ও ফ্রন্টের সব দলের মুখে কুলুপ। ৪২ ফ্রন্ট পার্থীরা লড়তে পারেন। প্রত্যাশা বিভিন্ন শরিকদলের। বাংলায় ক্ষমতাসীন থাকা অবস্থায় যে আবহ ছিল, তা ফিরিয়ে আনার চেষ্টা করবে সম্মেলিত বামফ্রন্ট


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!