- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৪
কাল বৈঠকে বসবে বামফ্রন্ট। জানাতে পারে প্রার্থী তালিকা
রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি আর লোকসভা ভোটে আসন বাটোয়ারা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বাংলার বামফ্রন্ট। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে। এ বৈঠকেই ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, বিপ্লবী বাংলা কংগ্রেস, বলশেভিক পার্টি, মার্কসিস্ট ফরওয়ার্ড বল্ক, ওয়াকার্স পার্টি, আর সিপিআই সহ ৯ শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
কোন কোন দল, মোট কটি আসনে লড়বে, বিষয়টি নিয়ে নিশ্ছিদ্র নীরবতা বজায় রেখেছে ফ্রন্ট। কংগ্রেস অথবা আইএসএফের সঙ্গে সমঝোতা হবে কি, হবে না, এ বিষয়ও ফ্রন্টের সব দলের মুখে কুলুপ। ৪২ ফ্রন্ট পার্থীরা লড়তে পারেন। প্রত্যাশা বিভিন্ন শরিকদলের। বাংলায় ক্ষমতাসীন থাকা অবস্থায় যে আবহ ছিল, তা ফিরিয়ে আনার চেষ্টা করবে সম্মেলিত বামফ্রন্ট
❤ Support Us