Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ১০, ২০২৩

একশৃঙ্গ গণ্ডার রক্ষায় অসম সরকারের স্তুতি। লিওনার্দোকে কাজিরাঙা বেড়ানোর আমন্ত্রণ জানালেন হিমন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
একশৃঙ্গ গণ্ডার রক্ষায় অসম সরকারের স্তুতি। লিওনার্দোকে কাজিরাঙা বেড়ানোর আমন্ত্রণ জানালেন হিমন্ত

কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখবার জন্য আমন্ত্রণ জানানো হল পর্দার জ্যাক-কে। সামাজিক প্রচারমাধ্যমে অসম সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন লিওনার্দো ডি কাপ্রিও। প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও অসম সফরের জন্য অনুরোধ করেন অস্কার জয়ী অভিনেতাকে।

বন্য প্রাণ রক্ষার্থে ভারতে আইন রয়েছে। কিন্তু তারপরও পাচারকারীদের হাত থেকে রক্ষা করা যায়নি অরণ্যের একাধিক জীবজন্তুকে। আসামের বিখ্যাত একশৃঙ্গ গণ্ডারও তাদের মধ্যে অন্যতম। এবার সেই গণ্ডার বাঁচাতে আসাম সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেন হলিউড অভিনেতা লিওনার্ডো ডি কাপ্রিও। নিজের ইন্সটাগ্রাম পোষ্টে জানিয়েছেন, ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে ১৯০ টি গণ্ডার পাচারকারীদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। কারণ তাদের একশৃঙ্গের ব্যাপক চাহিদা। কিন্তু ২০২১ সালের পর থেকে রাজ্য সরকার অনুসৃত কঠোর পদক্ষেপের কারণে পাচার আটকাতে সক্ষম হয় অসম। ২০২২ সালে পাচার হওয়া গণ্ডারের সংখ্যা শূন্য। যা ১৯৭৭ সালের পর আর দেখা যায়নি। প্রসঙ্গত, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় ২ হাজার ২০০ টি একশৃঙ্গ গন্ডারের বাস। গোটা বিশ্বের একশৃঙ্গ গন্ডারের সংখ্যার যা দুই তৃতীয়াংশ।

ডি’কার্পিও-এর মন্তব্যকে সামনে এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার দাবি, অরণ্য প্রাণ সংরক্ষণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য। সেই পরম্পরা রক্ষার্থে দায়বদ্ধতার কথা জানান তিনি। সেইসঙ্গে কাজিরাঙায় ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি। যদিও লিওনার্দো আসতে চান কিনা তা অবশ্য জানা যায়নি।


  • Tags:

Read by: 79 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!