Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৪

স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন স্ত্রী ও প্রেমিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন স্ত্রী ও প্রেমিকের

স্বামীকে খুনের অপরাধে বৃহস্পতিবার দুপুরে মৃতের স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড। সাজা ঘোষণা করলেন কালনা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্রীময়ী কুণ্ডু। ২০১৫ সালের অক্টোবর মাসে কালনা থানার উত্তর গোয়ারার বাসিন্দা পেশায় ব্যবসায়ী রতন দাসের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার নিজের বাড়ি থেকে। স্ত্রী ঝুম্পা দাস কালনা থানায় অভিযোগ দায়ের করে জানান, বাপের বাড়িতে থাকাকালীন তার স্বামীকে খুন করা হয়েছে। স্বামী ৪০লক্ষ টাকার মালপত্র ধারে বিক্রি করে। দেনাদারদের কেউ স্বামীকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে মৃত রতন দাসের কাকীমা সুমিত্রা দাসও কালনা থানায় অভিযোগ দায়ের করে জানান, ২০১৫ সালের ৬ অক্টোবর ঘরের মধ্যে ঝুম্পার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। সেই সময় ঝুম্পার প্রেমিক প্রবীর ঘোষও হাজির ছিল। ৯ অক্টোবর মৃতদেহ উদ্ধারের আগে পর্যন্ত রতন দাসকে খুঁজে পাওয়া যায়নি। ঝুম্পাও বাড়িতে ছিল না। দুটি অভিযোগের তদন্ত চালায় পুলিশ। ঝুম্পার বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ে। পরে সরকারি আইনজীবীর আবেদন ঝুম্পা ও তার প্রেমিকের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত করার নির্দেশ দেন বিচারক। পরে পুলিশ চার্জশিট দেয়। এরপরই প্রমাণ হয় প্রেমিক প্রবীরকে সঙ্গে নিয়ে ঝুম্পা তার স্বামীকে খুন করেছে। সরকারি আইনজীবী জানান, সমস্ত সাক্ষ্যপ্রমাণ দেখে বিচারক বুধবার ঝুম্পা দাস ও তার প্রেমিক প্রবীর ঘোষকে দোষী সব্যস্ত করেন। বৃহস্পতিবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!