Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • এপ্রিল ১৪, ২০২২

পয়লা বৈশাখের আগে নব সাজে কালীঘাট মন্দির

আরম্ভ ওয়েব ডেস্ক
পয়লা বৈশাখের আগে নব সাজে কালীঘাট মন্দির

পয়লা বৈশাখ উপলক্ষ্যে আরও সেজে উঠল কালীঘাট মন্দির চত্বর। ভক্তদের সমাগমে হালখাতার পয়লা বৈশাখের সকালে গমগম করবে মন্দির চত্বর ।সামগ্রিক সৌন্দর্যায়ন করা হচ্ছে কালীঘাট মন্দির চত্বরে । রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই কাজ চলছে দ্রুত গতিতে। স্কাইওয়াক নির্মাণের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। মায়ের মন্দিরকে ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কলকাতা পুরসভার নতুন উদ্যোগে ‘লাইট এ্যান্ড সাউন্ড’ বসানো হয়েছে মন্দিরের দ্বারে । মূল ফটকেই দেখা মিলবে আলো-সঙ্গীতের নজরকাড়া জাদুর। আজ বৃহস্পতিবার এটির উদ্বোধান করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সন্ধ্যা নামলেই কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বারে বেজে উঠেব শ্যামাসঙ্গীত । গানের তালে তালেই বদল হবে আলো । কখন গাঢ় নীল দিগন্ত বিস্তূত মহাকাশকে মনে করারে কখনও আবার গাঢ় সবুজ প্রাণের ছোঁয়া লাগাবে। কখন সিঁদুরে লাল সূর্যাস্তের ও সূর্যদয়ের দিন শুরু আর দিন শেষের অর্থাৎ চলমান সময়কে তুলে ধরবে। শঙ্খ, ঘন্টা, কাঁসর ধ্বনিতে চলবে আলোর নান্দনিক খেলা। এর জন্য খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।

স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের প্রবীরকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, মূল প্রবেশদ্বারে থাকবে একটি জায়েন্ট স্ক্রিন। সেখানে সীতাপীঠের মাহাত্ম্য তুলে ধরা হবে । সংস্কার করা হয়েছে মন্দিরের প্রবেশপথও। মূল ফটক থেকে মায়ের মন্দির এবং শ্মশান ঘাট প্রর্যন্ত রাস্তায় নতুন করে পড়ছে পিচের প্রলেপ । উঁচু-নিচু রাস্তা ভরাট করে নতুন সমান্তরাল করার কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা। মন্দির চত্বর সৌন্দর্য বূদ্ধির পাশাপাশি চলছে টালি নালা সংস্কারের কাজ। টালা নালায় নোংরা ফেলা বন্ধ করতে কালীঘাট ব্রিজে বসানো হয়েছে লোহার জাল। সব মিলিয়ে আগামী দিনে ওই চত্বরকে ‘ধর্মীয় পর্যটনকেন্দ্র’ হিসেবে আরও আকর্ষণীয় করে ভক্তদের সামনে তুলে ধরতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!