Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২২

রনজি অভিষেকে সেঞ্চুরি করে বাবার কৃতিত্ব স্পর্শ শচীনপুত্র অর্জুনের

আরম্ভ ওয়েব ডেস্ক
রনজি অভিষেকে সেঞ্চুরি করে বাবার কৃতিত্ব স্পর্শ শচীনপুত্র অর্জুনের

বাবার মতো প্রতিভা নেই। কিন্তু বাবার কৃতিত্ব স্পর্শ করলেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকার। রনজি ট্রফির অভিষেক ম্যাচেই বাবার মতো সেঞ্চুরি হাঁকালেন অর্জুন। তবে বাবার থেকে ৮ বছর বেশি বয়সে। প্রথম শ্রেণীর ক্রিকেটে জীবনের প্রথম শতরানটি করলেন রনজির প্রথম ম্যাচেই। রানের দিক দিয়ে অবশ্য বাবাকেও ছাপিয়ে গেলেন অর্জুন।
১৯৮৮ সালে গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে অভিষেক হয়েছিল শচীনের। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। আর অর্জুন তেন্ডুলকারের রনজি অভিষেক ২৩ বছর বয়সে। তাও আবার মুম্বইয়ের হয়ে নয়, গোয়ার হয়ে মাঠে নেমে। রাজস্থানের বিরুদ্ধে ১২০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন অর্জুন। রনজি অভিষেকে শচীন করেছিলেন ১০০। রানের দিক দিয়ে বাবাকে ছাপিয়ে গেলেন ছেলে।

এদিন গোয়ার হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামেন অর্জুন। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন গোয়ার স্কোর তখন ৮১.৩ ওভারে ৫ উইকেটে ২০১। সুযশ প্রভুদেশাইয়ের সঙ্গে ২২১ রানের পার্টনারশিপ গ‌ড়ে তোলেন। ২০৭ বলে ১২০ রান করেন অর্জুন। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়। কমলেশ নাগরকোটির বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে আউট হন অর্জুন। তিনি যখন আউট হন গোয়ার সংগ্রহ ১৪৩.৪ ওভারে ৬ উইকেটে ৪২২। প্রথম দিনের শেষে অর্জুন অপরাজিত ছিলেন ৪ রানে। সুযশ প্রভুদেশাই এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতরান পেলেন। তিনি ৪১৬ বল খেলে করলেন ২১২ রান। দ্বিতীয় দিনের শেষে গোয়ার স্কোর ৮ উইকেটে ৪৯৩।

মুম্বইয়ের হয়ে মাত্র দুটি টি২০ খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন। রনজি কিংবা বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পাননি। তাই বেশি ম্যাচ খেলার সুযোগের জন্য চলতি মরশুমে ছাড়পত্র নিয়ে গোয়ায় চলে যান। গোয়ার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচে ১০ উইকেট দখল করেন। ইকনমি ছিল ৫.৬৯। এই টুর্নামেন্টে লক্ষ্য গর্গের পর গোয়ার দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারীও অর্জুন। বিজয় হাজারে ট্রফিতে গোয়ার হয়ে সর্বাধিক উইকেট দখল করেন।  তিনি ৮ ম্যাচে ৭টি উইকেট পান, গড় ৩২.৩৭, ইকনমি ৪.৯৮।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!