- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩০, ২০২৪
মেসি–সুয়ারেজের মায়ামিকে ৪–৩ ব্যবধানে হারাল নেইমারহীন আল হিলাল
দুজনই ইউরোপ ছেড়েছেন। একজন যোগ দিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। অন্যজন, সৌদি আরবের প্রো লিগে। মুখোমুখি হওয়ার সুযোগই ছিল না। রিয়াদ সিজন কাপে লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু চোটের জন্য নেইমার মাঠে থাকায় শেষ পর্যন্ত মেসি–নেইমার দ্বৈরথ হল না। একসঙ্গে মাঠেও দেখা গেল না বার্সিলোনার এক একসময়ের তিন তারকাকে। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেন মেসি–সু্য়ারেজ। যদিও দলের হার বাঁচাতে পারেননি, রিয়াদ সিজন কাপে আল হিলালের কাছে ৪–৩ ব্যবধানে হারতে হয়েছে মায়ামিকে।
ম্যাচের ১৩ মিনিটের মধ্যেই ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল হিলাল। ১০ মিনিটে প্রথম গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। মিনিট তিনেক পরই মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলে ব্যবধান বাড়ান আল হামদান। শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। ৩৪ মিনিটে ব্যবধান কমান লুইস সুয়ারেজ। মায়ামির জার্সি গায়ে এটি সুয়ারেজের প্রথম গোল। ৪৪ মিনিটে মিশেল ডেলগাডোর গোলে ৩–১ ব্যবধানে এগিয়ে যায় আল হিলাল।
অবশেষে ম্যাচের ৫৪ মিনিটে গোল পান লিওনেল মেসি। বক্সের মধ্যে ডেভিড রুইজকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন মেসি। এক মিনিট পরই রুইজের গোলে সমতা ফেরায় মায়ামি। এরপর দুই দলই সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারেনি। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তথনই ৮৮ মিনিটে ম্যালকমের গোল। ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে গোল করেন ম্যালকম। প্রাক মরশুমে তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেননি মেসিরা। বৃহস্পতিবার আল নাসেরের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। এবার মেসি–রোনাল্ডো দ্বৈরথ।
❤ Support Us