- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৩, ২০২৩
বার্সিলোনায় থাকার সময় মেসিকে ‘নর্দমার ইঁদুর’, ‘বেঁটে বজ্জাত’ বলে অভিহিত করে হয়েছিল

বার্সিলোনার অ্যাকাডেমি থেকেই উঠে আসা লিওনেল মেসির। এই ক্লাবই তাঁক পরিপূর্ণ ফুটবলার হিসেবে তৈরি করেছিল। বিশ্ব ফুটবলে চিনিয়েছিল লিওনেল মেসিকে। তাঁর হাত ধরেই প্রচুর ট্রফি ঘরে তুলেছিল বার্সিলোনা। অথচ আড়াই বছর আগে চোখের জলে বার্সিলোনা ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। কেন তাঁকে বার্সিলোনা ছাড়তে হয়েছিল, কে সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে মেসিকে নিয়ে যে ক্লাবের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছিল, তা সামনে এসে পড়েছে। ক্লাবের আইনি পরিষেবার প্রধান রোমান গোমেজ পন্টি মেসিকে ‘নর্দমার ইঁদুর’, ‘বজ্জাত বেঁটে’ বলে অভিহিত করা হয়েছিল।
২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সিলোনার প্রেসিডেন্ট ছিলেন জোশেফ বার্তোমেউ। সেই সময় বার্সিলোনার আইনি পরিষেবার প্রধান ছিলেন রোমান গোমেজ পন্টি। তিনি বার্তোমেউ প্রেসিডেন্ট থাকার সময়ট একটা হোয়াটসআপ করেছিলেন। সেই হোয়াটসঅ্যাপে মেসি সম্পর্কে বার্তোমেউকে পন্টি লিখেছিলেন, ‘বার্তো, মেসির মতো নর্দমার ইঁদুর, বজ্জাত বেঁটেকে সামলানোর জন্য ভাল মানুষ হলে চলবে না। ক্লাব মেসিকে সবকিছু দিয়েছে। অথচ এই মুহূর্তে ও ক্লাবে একনায়কতন্ত্র চালাচ্ছে। ফুটবলারদের সই করা থেকে শুরু করে, ট্রান্সফার, চুক্তি নবীকরণ, স্পনসরশিপ সব ব্যাপারেই মাথা গলাচ্ছে। লুই সুয়ারেজ চুক্তি নবীকরণ করতে হবে, জর্দি আলবা কিংবা আনসু ফাতিদের চুক্তি বাড়াতে হবে, এইসব অন্যায্য দাবি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’
এছাড়াও পন্টি ওই হোয়াটসঅ্যাপে আরও লেখেন, ‘দিনের পর দিন ক্লাবকে ব্ল্যাকমেল করা, অসম্মান করেও সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাও মেনে নেওয়া যায় না। যে ক্লাব ওকে তৈরি করেছে, সেই ক্লাবের সঙ্গেই এটা করেছ। করোনা সময় যখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছিল, সেই সময় মেসি লিখেছিল, অন্যদের বেতন কমিয়ে দিও। কিন্তু আমার আর সুয়ারেজের বেতনে হাত দিও না। ও সবাইকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল।’
পন্টির এই গোপন চ্যাট ফাঁস হতেই ফুটবল বিশ্বে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্সিলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ ছাড়াও ছিলেন, প্রাক্তন জেনারেল ডিরেক্টর অস্কার গ্রাউ এবং আর্থিক পরিচালক প্যাঞ্চো শ্রোডার এবং স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন জাভিয়ের সোব্রিনোসহ অন্যান্য প্রাক্তন বোর্ড সদস্য ছিলেন। বার্তোমেউ ছাড়ার পরে এই সমস্ত বোর্ড সদস্যরা ক্লাব থেকে পদত্যাগ করেছেন।
❤ Support Us