- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১১, ২০২৩
ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসির সঙ্গে এমবাপে, বেনজিমাও

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে গতবছর দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। গোটা বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন তিনি যে ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় থাকবেন এটা প্রত্যাশিতই ছিল। আর প্রত্যাশামতোই ফিফার বর্ষসেরা লড়াইয়ের তালিকায় রয়েছেন লিওনেল মেসি। তাঁ সঙ্গে লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং করিম বেনজিমাও। এখন দেখার শেষ পর্যন্ত কার হাতে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ওঠে। তবে এমবাপে এবং বেনজিমার তুলনায় মেসি অনেকটাই এগিয়ে রয়েছেন।
২৭ ফেব্রুয়ারি প্যারিসে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। বিভিন্ন জাতীয় দলের কোচ এবং অধিনায়কের পাশাপাশি সাংবাদিক ও সাপোর্টারদের ভোটের মাধ্যমে সেরা ফুটবলারকে বেছে নেবে ফিফা। মেসির সঙ্গে এমবাপের লড়াইটা দারুন জমবে। এদের তুলনায় করিম বেনজিমা কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে না পারলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মরশুমটা দারুন কাটিয়েছেন করিম বেনজিমা। গত বছর মেসির হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন। ফলে মেসির পাল্লাই ভারি।
সেরা ফুটবলার ছাড়াও সেরা গোলকিপারের পুরস্কারও দেওয়া হবে। সেরা গোলকিপারের লড়াইয়ে রয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ফিফার বর্ষসেরা গোলকিপারের তালিকায় রয়েছেন বেলজিয়াম গোলকিপার কুর্তোয়া এবং বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কোর ইয়াসিন বুনু। বছরের সেরা গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ডে সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন ব্রাজিলের রিচার্লিসন। ব্রাজিলের হয়ে সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে তাঁর বিখ্যাত সেই বাইসাইকেল কিকে করা গোলের জন্য তিনি তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের মার্সিন ওলেস্কি এবং ফ্রান্সের দিমিতি পায়েত। দুজনে ক্লাব ফুটবলে দুর্দান্ত গোল করার জন্য বর্ষসেরা গোলের তালিকায় জায়গা পেয়েছেন।
❤ Support Us