- ন | ন্দ | ন | চ | ত্ব | র মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৩০, ২০২৩
মেসি এবার টিভির পর্দায়

তারকা ফুটবলারদের অভিনয়ের জগতে আসা নতুন ঘটনা নয়। অতীতে পেলে, এরিক কাঁতানো, ভিনি জোন্স, অ্যালি টোনার, কার্লো আনসেলত্তি, ডেভিড বেকহ্যামের মতো তারকারা অভিনয়ের জগতে পা রেখেছিলেন। বছর ছয়েক আগে নেইমার জুনিয়রও সিনেমায় অভিনয় করেছেন। এবার টিভির পর্দায় পা রাখলেন লিওনেল মেসি। তার অভিনয় দক্ষতা দারুণ প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনার টিভি সিরিজ লস প্রোটেক্টোরেসে অভিনয় করেছেন লিওনেল মেসি। এই টিভি শো–র দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে মেসি প্যারিসে হাজির হয়েছিলেন এবং যুব ফুটবলারদের সঙ্গে দেখা করেন। এরপর কয়েকজন এজেন্ট তাঁকে ফটো তোলার জন্য অনুরোধ করেন এবং বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা কথাও উপস্থাপন করেন। মেসি তাঁর অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন তাঁকে যে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, সে সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে।
মেসি তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘আমার মনে হচ্ছে আপনারা আমাকে ভুল জায়গায় নিয়ে এসেছেন। সে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, সেই বিষয়ে আমাকে আমাকে আগে থেকে কিছু বলা হয়নি।’ লস প্রোটেক্টোরেসে একজন এজেন্টের ভূমিকায় অভিনয়কারী হিসেবে ছিলেন আন্দ্রেস প্যারা। তিনি মেসির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন এবং তিনি মেসির দক্ষতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। আন্দ্রেস প্যারা বলেন, ‘মেসির অভিনয় আমাদের সবাইকে অবাক করেছে। শুধু ওর মানবিক গুণ নয়, অভিনয় দক্ষতাও অসাধারণ।’
এর আগে পেলে ১৯৮১ সালে ‘এসকেপ টু ভিক্টরি’, ১৯৮৩ সালে ‘এ মাইনর মিরাকল’, ১৯৮৭ সালে ‘হটশট’ সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া তাঁর বায়োপিক ‘পেলে’–তেও অভিনয় করেছেন পেলে। ‘গোল’ সিনেমাতে অভিনয় করেছেন বেকহ্যাম। ব্রিটিশ কমেডি শো ‘ওনলি ফুল অ্যান্ড হর্সেস’–তেও অভিনয় করেছেন তিনি।
❤ Support Us