Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৮, ২০২৪

‌২০২৬ বিশ্বকাপে খেলবেন?‌ এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই মেসির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২০২৬ বিশ্বকাপে খেলবেন?‌ এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই মেসির

২০২২ সালে কাতারে দেশকে বিশ্বকাপ জেতানোর পর লিওনেল মেসিকে বারবার অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে। কোপা আমেরিকার প্রাক্কালে আবার মেসিকে অবসর নিয়ে প্রশ্ন শুনতে হল। এবার মেসির দিকে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন সৌদি আরবের সংবাদমাধ্যমের এক পডকাস্টের এক সঞ্চালক। প্রশ্নটা শুনে অবাকই হয়েছিলেন আর্জেন্টিনার এই ফুটবলতারকা। তাঁর যে এখনই ফুটবল ছাড়ার কোনও ইচ্ছে নেই, পরিস্কার জানিয়ে দিয়েছেন মেসি।
সঞ্চালকের প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘‌আমি বরাবরই আত্মসমালোচক। নিজের খেলার সমালোচনা করতে ভালবাসি। বুঝতে পারি কখন ভাল ভালছি, কখন খারাপ খেলছি। যে মুহূর্তে বুঝতে পারব আমি পারফরমেন্স করতে পারছি না, খেলা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আমি অবসর নেব। তখন কিন্তু বয়সের কথা মাথায় রাখব না।’‌ তবে আপাতত যে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই, তেমনই জানিয়ে দিয়েছেন মেসি। ২০২৫ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। মেসিভক্তরা চান ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যান।
এখনও লম্বা পথ পাড়ি দিতে চান মেসি। সেকথাও তিনি জানিয়ে দিয়েছেন। মেসি বলেছেন, ‘‌ভাল লাগার অনুভূতিটা যদি থাকে, আমি খেলে যাওয়ার চেষ্টা করব। সেই কাজ কীভাবে করতে হয়, সেটাও জানি। আমি ভাগ্যবান যে, নিজের সব স্বপ্নই সফল করতে পেরেছি। পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে সবকিছু দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’‌ অবসরের পর কী করবেন, সে বিষয়টাও নিয়ে এখনও ভাবেননি মেসি। তবে ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!