- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩১, ২০২৩
বিশ্বকাপে উইঘহার্স্ট, ভ্যান গালের সঙ্গে খারাপ আচরণ! অনুতপ্ত মেসি

প্রায় দেড় মাস হতে চলল দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের পারফরমেন্স অনেকেই মুখেই প্রশংসিত। কিন্তু হল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁর আচরণ প্রশ্ন তুলে দিয়েছিল। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে। ম্যাচে নির্ধারিত সময়ে গোল করে হল্যান্ড কোচ লুই ভ্যান গালের দিকে তাকিয়ে ইঙ্গিত করেছিলেন মেসি। এছাড়া বিপক্ষের স্ট্রাইকার উইঘহার্স্টের সঙ্গেও খারাপ আচরণ করেছিলেন। এই দুই ঘটনার জন্য অনুতপ্ত মেসি। দেড় মাস পর সেই অনুতাপের কথা নিজের মুখেই স্বীকার করেছেন।
হল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের বেশ কয়েকজন ফুটবলার। ম্যাচের পর এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন হল্যান্ডের স্ট্রাইকার উইঘহার্স্ট। যিনি ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে আর্জেন্টিনার কাছ থেকে জয় প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন। উইঘহার্স্টকে দেখেই সাক্ষাৎকার থামিয়ে দেন মেসি। এবং ডাচ তারকাকে অপমান করেন।
বু্য়েন আয়ার্সের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সেদিন যা করেছিলাম তা একেবারেই ঠিক করিনি। উইঘহার্স্ট ও ভ্যান গালের ওই রকম আচরণ করা আমার উচিত হয়নি। আসলে উত্তেজনার মুহূর্তে আমার কাছ থেকে এসব আচরণ বেরিয়ে এসেছে। এই আচরণ মোটেই পূর্বপরিকল্পিত ছিল না, তাৎক্ষণিকভাবেই এটা ঘটেছে। আমি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছিলাম। ফুটবলারদের সঙ্গে তো বটেই ম্যাচেও একাধিকবার টেনশনের আবহাওয়া তৈরি হয়েছিল। মিক্সড জোনেও আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম।’
মেসি আরও বলেন, ‘ম্যাচের আগে ভ্যান গাল আমার সম্পর্কে যা বলেছিলেন, তা সবই জানতাম। এমনকি আমার বেশ কয়েকজন সতীর্থও এসে আমাকে জিজ্ঞেস করেছিল, ভ্যান গাল যা বলেছে আমি সেগুলো শুনেছি কিনা। ভ্যান গাল ম্যাচে নামার আগেই আমাদের তাতিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর দল আমাদের থেকে প্রস্তুতিতে অনেক এগিয়ে। ২০১৪ সালের সেমিফাইনালে দুই দলের মধ্যে ম্যাচে আমি নাকি বলই ছুঁতে পারিনি। আমরা ২০১৪ তেও ট্রাইবেকারে জিতে ফাইনালে পৌঁছেছিলাম। সতীর্থদের কাছ থেকে ভ্যান গালের এই কথা শুনে আমি ক্ষেপে উঠেছিলাম।’
❤ Support Us