- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৮, ২০২৪
নিলামে মেসি–বার্সিলোনার ন্যাপকিন চুক্তিপত্র, দাম উঠল ৯.৬৫ লক্ষ ডলার

২০০০ সালে বার্সিলোনার ট্রায়ালে সবাইকে মুগ্ধ করেছিলেন ১৩ বছর বয়সী লিওনেল মেসি। তাঁকে যাতে অন্য ক্লাব নিতে না পারে, তাই তড়িঘড়ি মেসির সঙ্গে চুক্তি করেছিল বার্সিলোনা। হাতের কাছে কোনও কাগজ না পেয়ে একটা ন্যাপকিন পেপারের ওপর চুক্তি করা হয়েছিল। মেসি–বার্সিলোনার চুক্তির সেই ন্যাপকিন পেপার নিলামে তোলা হয়েছিল। বিক্রি হয়েছে ৯.৬৫ লাখ ডলারে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিল ২০০০ সালের ১৪ ডিসেম্বর স্বাক্ষরিত মেসি–বার্সিলোনার সেই ন্যাপকিন চুক্তি পত্র নিলামে তোলা হবে। মার্চ মাসে নিলাম করার কথা ছিল ব্রিটিশ নিলাম সংস্থা বোনহামসের। প্রত্যাশা করা হয়েছিল ন্যাপকিন পেপারের দাম উঠতে পারে ৬ লাখ ৩৫ হাজার ডলার। কিন্তু সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ন্যাপকিন পেপারের বেস প্রাইস রাখা হয়েছিল ৩ লক্ষ ডলার। নিলামকারী সংস্থা জানিয়েছে দর উঠেছে ৯ লাখ ৬৫ হাজার ডলার।
আর্জেন্টিনার এজেন্ট হোরাশিও গ্যাগিওলি বার্সিলোনার কাছে মেসির নাম সুপারিশ করেছিলেন। তাঁর উপস্থিতিতেই ন্যাপকিন পেপারে এই চুক্তি সম্পন্ন হয়েছিল। মেসি–বার্সিলোনার ন্যাপকিন চুক্তিপত্রটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করে নিলামকারী সংস্থা বোনহামস। নীল কালিতে ন্যাপকিনের ওপর লেখা হয়েছিল। মেসির বাবা হোর্হে মেসি ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতেই তড়িঘড়ি ন্যাপকিন পেপারে চুক্তি করে বার্সিলোনা।
চুক্তি করার সময় ওয়েটারের কাছে একটা কাগজ চেয়েছিলেন বার্সিলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক রেক্সার্স। হাতের কাছে কাগজ না থাকায় তাঁকে একটা সাদা ন্যাপকিন পেপার এগিয়ে ওয়েটার। তাতেই চুক্তি করা হয়। এই ন্যাপকিন চুক্তিপত্রে গ্যাগিওলি, মিনগেলা ও রেক্সার্সের সই আছে। ন্যাপকিন পেপারে করা চুক্তিতে লেখা ছিল, ‘বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।’
❤ Support Us