শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
লিওনেল মেসি মানেই রেকর্ডের ফুলঝুরি গত বছর ডিসেম্বরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন আর্জেন্টিনার এই তারকা বিশ্বকাপে করেছেন একাধিক নজির। এবার আরো একটা পালক যুক্ত হল লিওনেল মেসির মুকুটে ইউরোপে সর্বোচ্চ গোলদাতার লড়াই ঝাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এতদিন সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ঝুলিতে ছিল ৬৯৬ গোল। বুধবার মঁপেলিয়ের বিরুদ্ধে গোল করে রোনাল্ডোকে টপকে গেছেন মেসি এই মুহূর্তে তাঁর গোল সংখ্যা ৬৯৭।
বুধবার মঁপেলিয়ের বিরুদ্ধে খেলা ছিল পিএসজি-র। ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে পিএসজি। পিএসজি-র হয়ে প্রথম গোল করেন ফ্যাবিয়ান রুইজ। ৭২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের পাস গোল করে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৮৯ মিনিটে নর্দিনের গোলে ব্যবধান কমায় মঁপেলিয়ে। ম্যাচের ইনজুরি সময়ে জারে-এমেরির গোলে ৩-১ ব্যবধানে জয়ী হয় পিএসজি।
পিএসজি-র হয়ে চলতি মরশুমে ১৩টি গোল করেছেন মেসি। এর মধ্যে ফ্রেঞ্চ লিগে ৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৪টি। এই সংখ্যাটা যে মরশুম শেষে আরও বাড়বে, সেটা বলাই যায়। আপাতত মেসির সঙ্গে রোনাল্ডো লড়াই করার সুযোগ পাচ্ছেন না। কারণ জানুয়ারিতে তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।
পর্তুগিজ তারকা তাঁর ইউরোপীয় ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। রিয়েলের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৪৫০। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫ আর জুভেন্টাসের হয়ে ১০১। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অবশ্য রোনাল্ডোর দখলেই রয়েছে। পর্তুগালের হয়ে তিনি ১১৮টি গোল করেছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34