- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১, ২০২২
থাবার আঘাতে হত দ্বাররক্ষী। ইরানের চিড়িয়াখানা থেকে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট সিংহীর

চিত্র: সংগৃহীত ।
ইরানের আরাক শহরের ঘটনা । চিড়িয়াখানার রক্ষীকে মেরে, সঙ্গী সিংহকে নিয়ে পালিয়ে গেল একটি সিংহী। ঘটনার পরেই শহরে সতর্কতা জারি হেয়েছে । সিংহ-সিংহী খোঁজে বনবিভাগের পুলিস ও কর্মীরা ছুটছেন ।চিড়িয়াখানায় দুজনকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল । এই দূরত্ব তারা মানতে পারে নি। এক বছরেরও বেশি সময় ধরে পালাবার পথ খুঁজছিল । সুযোগ পেয়েই দ্বাররক্ষীর উপর হামলা চালিয়ে, তাঁকে মেরে সঙ্গী সিংহকে নিয়ে পালায় যায় সিংহী।
চিড়িয়াখানায় কয়েক বছর ধরে সিংহটি খাঁচায় ঘুমিয়ে থাকত । সিংহী তর্জন-গর্জন করত এবং এইভাবেই কাটিয়ে দিল একটা বছর । একদিন সুযোগ পেয়ে দ্বাররক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। তার থাবার আঘাতে মারা গেলেন রক্ষী। মুহূর্তেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে বন্দীশালা থেকে তাকে নিয়ে চম্পট।
❤ Support Us