Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১, ২০২২

থাবার আঘাতে হত দ্বাররক্ষী। ইরানের চিড়িয়াখানা থেকে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট সিংহীর

আরম্ভ ওয়েব ডেস্ক
থাবার আঘাতে হত দ্বাররক্ষী। ইরানের চিড়িয়াখানা থেকে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট সিংহীর

চিত্র: সংগৃহীত ।

ইরানের আরাক শহরের ঘটনা । চিড়িয়াখানার রক্ষীকে মেরে, সঙ্গী সিংহকে নিয়ে পালিয়ে গেল একটি সিংহী। ঘটনার পরেই শহরে সতর্কতা জারি হেয়েছে । সিংহ-সিংহী খোঁজে বনবিভাগের পুলিস ও কর্মীরা ছুটছেন ।চিড়িয়াখানায় দুজনকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল । এই দূরত্ব তারা মানতে পারে নি। এক বছরেরও বেশি সময় ধরে পালাবার পথ খুঁজছিল । সুযোগ পেয়েই দ্বাররক্ষীর উপর হামলা চালিয়ে, তাঁকে মেরে সঙ্গী সিংহকে নিয়ে পালায় যায় সিংহী।

চিড়িয়াখানায় কয়েক বছর ধরে সিংহটি খাঁচায় ঘুমিয়ে থাকত । সিংহী তর্জন-গর্জন করত এবং এইভাবেই কাটিয়ে দিল একটা বছর । একদিন সুযোগ পেয়ে দ্বাররক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। তার থাবার আঘাতে মারা গেলেন রক্ষী। মুহূর্তেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে বন্দীশালা থেকে তাকে নিয়ে চম্পট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!