Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১৪, ২০২৪

‌শান্তিতে নোবেল পেল পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো, অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন গবেষক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শান্তিতে নোবেল পেল পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো, অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন গবেষক

পরপর নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হচ্ছিল নোবেল কমিটির পক্ষ থেকে। সকলের আগ্রহ ছিল শান্তিতে কে নোবেল পুরস্কার পান, তাঁর দিকে। কোনও ব্যক্তির হাতে নয়, এক সংগঠনের হাতে উঠেছে এবারের নোবেল শান্তি পুরস্কার। আর মহার্ঘ্য ও সম্মানীয় পুরস্কার এবার ছিনিয়ে নিয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনও ব্যবহার করা উচিত নয়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরার জন্য জাপানের সংগঠনকে এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে।

চিকিৎসা বিজ্ঞান

চিকিৎসা বিজ্ঞান দিয়ে এবছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ২০২৪ সালে চিকিৎসা বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ ও গ্যারি রুভকুন। মাইক্রোRNA আবিষ্কার এবং এটি পোস্ট–ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা পালন করে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করার জন্য তাঁরা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন।

পদার্থ বিজ্ঞান

পদার্থ বিজ্ঞানেও এবছর ২জন নোবেল পুরস্কার পেয়েছেন। কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথা মেশিন লার্নিংয়ের জন্য কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মৌলিক ভিত্তি উদ্ভাবনের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিওফ্রে ই হিন্টন। তাঁদের আবিষ্কার ও উদ্ভাবন মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রসায়ন
রসায়নে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। এরা হলেন দুই মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞনী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ইংল্যান্ডের বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস। ডেভিড বেকার নোবেল পেয়েছেন প্রোটিন ডিজাইনের কম্পিউটেশনাল পদ্ধতি উদ্ভাবনের জন্য। অন্যদিকে, ডেমিস হ্যাসাবিস এবং জন এম জাম্পার প্রোটিনের কাঠামো অনুমানের যুগান্তকারী পদ্ধতি প্রবর্তনের জন্য সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন।

সাহিত্যে
এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। হান কাংয়ের গদ্যে রয়েছে ইতিহাসের যন্ত্রণাবিদ্ধ বিষয়ের সঙ্গে মুখোমুখি হয়ে বোঝাপড়ার প্রচেষ্টা। এছাড়া মানবজীবনের ভঙ্গুরতার কথাও স্থান পেয়েছে ৫৩ বছর বয়সী হান কাংয়ের গদ্যে। দক্ষিণ কোরিয়ার একটা সাময়িক পত্রিকায় একগুচ্ছ কবিতা প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটেছিল। ১৯৯৫ সালে হান কাংয়ের একটা ছোটগল্প সংকলন প্রকাশিত হয়। এই ছোট গল্পের মধ্যে দিয়েই তাঁর গদ্য পাঠকের সামনে আসে।

অর্থনীতি
এবছর অর্থনীতে নোবেল পুরস্কার পেলেন তুর্কি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ কামের দারোন অ্যাসেমগলু,  ব্রিটশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ সাইমন জনসন এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির গবেষক জেমস রবিনসন। রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন স্তরে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে প্রাতিষ্ঠানিকতার গুরুত্ব নিয়েই তাঁদের কাজ, সেই গবেষণাকেই স্বীকৃতি দিল নোবেল কমিটি


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!