Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৯, ২০২৪

গাভাসকার, শচীন, কোহলি, রোহিতদের সঙ্গে রামলালা অনুষ্ঠানে আমন্ত্রণ মিতালি রাজকেও। রোহিত–কোহলি কি যাবেন?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
গাভাসকার, শচীন, কোহলি, রোহিতদের সঙ্গে রামলালা অনুষ্ঠানে আমন্ত্রণ মিতালি রাজকেও। রোহিত–কোহলি কি যাবেন?‌

২২ জানুয়ারি অযোধ্যায় রামলালা অনুষ্ঠান। রামমন্দিরের ‘‌প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। এই উপলক্ষ্যে গোটা দেশে উন্মাদনা তৈরি হয়েছে। রামমন্দিরের উদ্বোধনে দেশের বিশিষ্টজনদের আমন্ত্রন জানানো হচ্ছে। বাদ থাকছেন না ক্রীড়াবিদরাও। আগেই সুনীল গাভাসকার থেকে শুরু করে শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার আমন্ত্রণ পেলেন রবিচন্দ্রন অশ্বিন ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।
দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে রামমন্দিরের উদ্বোধনে মিতালি রাজকে আমন্ত্রণ জানানো হল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই আমন্ত্রণপত্র পাওয়ার কথা জানিয়েছেন মিতালি রাজ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা যখন মিতালিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, তখন তিনি বাড়িতে ছিলেন না। মিতালির হয়ে তাঁর মা আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
রামমন্দিরের ‘‌প্রাণপ্রতিষ্ঠা’‌ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে দারুণ উচ্ছ্বাসিত মিতালি রাজ। সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‌অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার হয়ে মা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।’‌ অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন কিনা, তা অবশ্য জানাননি মিতালি রাজ।
মিতালি রাজের আগে রবিচন্দ্রন অশ্বিনও অযোধ্যায় রামমন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। তামিলনাড়ুর বিজেপি রাজ্য সম্পাদক ডঃ এসজি সূর্য এবং সহ–সভাপতি ভেঙ্কটরামন সি আর অশ্বিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। অশ্বিন হয়তো অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। কোহলি, রোহিতদেরও অনুষ্ঠানে হাজির থাকার সম্ভাবনা কম। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু। ২০ জানুয়ারি থেকে ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
রাম মন্দির উদ্বোধনে ৬ হাজারেরও বেশি বিশিষ্ট মানু্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ক্রীড়াবিদরাও রয়েছেন। ক্রীড়াবিদদের মধ্যে এখনও পর্যন্ত আমন্ত্রণ পেয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, ভেঙ্কটেশ প্রসাদ, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, নীরজ চোপড়া, বিশ্বনাথন আনন্দ, পিটি উষা, সাইনা নেহাল, লিয়েন্ডার পেজ, পিভি সিন্ধু, বাইচুং ভুটিয়া, পুল্লেলা গোপীচাঁদ, বাচেন্দ্রী পাল, কল্যাণ চৌবে প্রমুখ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!