- প্রচ্ছদ রচনা বি। দে । শ
- মার্চ ১১, ২০২৪
৯৬তম অক্যাডেমি মঞ্চে ৭ পুরস্কারে সম্মানিত ‘ওপেনহাইমার’ । চারটি বিভাগে সেরা ‘পুওর থিংস’
২২ বছরের সেই অপেক্ষার ইতি৷ ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’৷ গোল্ডেন গ্লোবস, বাফটার পর এবার অস্কারের মঞ্চেও অব্যহত ‘ওপেনহাইমার’ এর বিজয় রথ । সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ন মারফি । সেরা পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কূত হলেন রবার্ট ডাউনি জুনিয়র ।
৯৬ তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল । তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরষ্কার । অস্কার মঞ্চে বহুদিনপর একসঙ্গে এতগুলো পুরস্কার পেল একটি চলচ্চিত্র । ছবি মুক্তির পর থেকেই জনচিত্ত জয় করেছিল নোলান এর এই চলচিত্র । এর আগে তাঁর পরিচালিত দ্য ডার্ক নাইট, ইন্টারস্টেলার, ইনসেপশন সিনেমা প্রেমীদের মন জয় করলেও, এই প্ৰথম পরিচালনার জন্য অস্কার পেলেন তিনি ।
জে রবার্ট ওপেনহাইমার, পারমাণবিক বোমার আবিষ্কর্তার ব্যক্তি জীবনকে ঘিরেই চিত্রিত হয়েছে এই সিনেমা । দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নানা ঘটনাকে সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান । ‘পুওর থিংস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন এমা স্টোন । এই নিয়ে দ্বিতীয়বার তাঁর কাজ অস্কার পুরস্কার পেল । আরো তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘পুওর থিংস’ ।
৯৬ তম অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে সম্মানিত চলচ্চিত্র এবং কলাকুশলীরা :
ছবি – ওপেনহাইমার
অভিনেতা – কিলিয়ন মারফি, ওপেনহাইমার
পরিচালক – ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
সহ-অভিনেতা– রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার
অরিজিনাল স্কোর– ওপেনহাইমার
সিনেম্যাটোগ্রাফি– ওপেনহাইমার
সম্পাদনা– ওপেনহাইমার
অভিনেত্রী – এমা স্টোন, পুওর থিংস
প্রোডাকশন ডিজাইন – পুওর থিংস
মেকআপ, হেয়ারস্টাইলিং – পুওর থিংস
কস্টিউম ডিজাইন – পুওর থিংস
সহ-অভিনেত্রী– ডেভাইন জয় ব়ানডলফ
অরিজিনাল চিত্রনাট্য– অ্যানাটমি অফ আ ফল
অ্যাডাপটেড চিত্রনাট্য– আমেরিকান ফিকশন
অ্যানিমেটেড ফিচার– দ্য বয় অ্যান্ড দ্য হেরন
আন্তর্জাতিক ফিচার– দ্য জোন অফ ইন্টারেস্ট
অরিজিনাল সং– হোয়াট ওয়াস আই মেড ফর, বার্বি
ডকুমেন্টরি ফিচার– টুয়েন্টি ডেজ ইন মারিওপোল
লাইভ অ্যাকশন শর্ট– দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
ভিজ্যুয়াল এফেক্টস– গর্জিলা মাইনাস ওয়ান
❤ Support Us