- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৩
হাওড়া স্টেশনে প্রবেশের মুখে বেলাইন বাগনান লোকাল, রেললাইনে লাফ যাত্রীদের, অফিস টাইমে চরম ভোগান্তি, হতাহতের খবর নেই
মঙ্গলবার হাওড়া স্টেশনে প্রবেশের সময় হাওড়াগামী একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এখন পর্যন্ত কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হাওড়া রেল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, যে বাগনান-হাওড়া লোকাল ট্রেনের পঞ্চম কোচটি সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটি হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছিল।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। অফিস টাইমে এই দুর্ঘটনার ফলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। রেল সূত্রে জানা গেছে, টিকিয়াপাড়ার কাছে হাওড়ার ১৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের মুখেই বেলাইন হয়ে যায় ট্রেনটি। বাগনান-হাওড়া ডাউন লোকাল আচমকাই বেলাইন হয়ে যায়। এই ঘটনায় বুধবার সকালে, অফিসে টাইমে যাত্রীদের মধ্য়ে ব্যপক আতঙ্ক ছড়ায়। সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। যাত্রীরা মাঝপথেই ট্রেন থেকে লাইনে নেমে পড়েন।
হাওড়া কন্ট্রোল রুমে এই খবর আসার পর রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। রেলের তরফে জানানো হয়েছে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ৩৮২০২ বাগনান -হাওড়া লোকাল ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায়। হাওড়ার দিক থেকে পাঁচ নম্বর বগি লাইনচ্যুত হয়। এদিকে ঘটনার পরেই রেলযাত্রীরা রেললাইনে লাফ দিয়ে নামতে থাকেন। এরপর রেললাইন দিয়ে ঝুঁকি নিয়েই তাঁরা প্লাটফর্মের দিকে এগোতে থাকেন। অফিস টাইমে এই ঘটনার জেরে ব্য়পক ভোগান্তি হয় যাত্রীদের।
এদিকে কীভাবে এই ঘটনা হল তা রেলকর্তৃপক্ষ খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
❤ Support Us