- প্রচ্ছদ রচনা
- জুন ২৪, ২০২২
দ্রৌপদীর মনোনয়ন পেশের মুহূর্তে বাংলার লকেট

এনডিএর রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর মনোনয়ন পেশের মঞ্চে প্রদেশ বিজেপির প্রতিনিধি হিসেবে একমাত্র লকেট চট্টোপাধ্যায়কেই দেখা গেল। বিভিন্ন রাজ্যের সাংসদ, মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল । বাংলা থেকে ডাক পেলেন কেবল লকেট। ৫০ প্রস্তাবকের তালিকায়ও তাঁর নাম।
তিথি নক্ষত্র মেনে, শুক্রবার ‘অভিজিৎ মুহূর্তে’ মনোনয়ন পত্র পেশ করেছেন দ্রৌপদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, রাজনাথ সিং সহ ১০০ প্রস্তাবক । দ্বিতীয় প্রস্তাবক ৫০। প্রথম প্রস্তাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকেট ছাড়াও বাংলার প্রস্তাবক আরও তিন । সাংসদ কুণাল হেমব্রম, বিধায়ক জোয়েল মুর্মু, বুধিয়ায় টুডু। লকেটকে কেন এত গুরুত্ব দিল কেন্দ্রীয় নেতৃত্ব? তাতে বিস্মিত প্রদেশ নেতূত্বের একাংশ কিন্তু রা কাড়বে কে? মুখে বাধ্যবাধকতার কুলুপ ।
❤ Support Us