- দে । শ
- মে ৬, ২০২৪
মঙ্গলে তৃতীয় দফার ভোট, কোন কোন কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ?

আগামীকাল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। মোট ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ টি লোকসভা কেন্দ্রের ১৩৫২জন ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকাল, যার মধ্যে ১২১১ জন পুরুষ এবং ১২১জন মহিলা। এই অঞ্চলগুলি হল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাত, কর্ণাটক, মধ্য প্রদেশ, আসাম, বিহার, ছত্তিসগড়, গোয়া, পশ্চিমবঙ্গ, জম্মু -কাশ্মীর, দাদরা নগর হাভেলি, দমন দিউ। এরমধ্যে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ২টি রাজ্যের সবকটা কেন্দ্রেই মঙ্গলবার একদফায় নির্বাচন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে এবার কোন কোন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।
অমিত শাহ— বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়ছেন গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া— অসামরিক বিমান প্রতিমন্ত্রী , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার পুত্র , গোয়ালিয়রের সিন্ধিয়া পরিবারের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি লড়ছেন মধ্যপ্রদেশের গুনা থেকে।
শিবরাজ সিং চৌহান— মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিজেপি প্রার্থী করেছে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে।
দিগ্বিজয় সিং— কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং লড়ছেন মধ্যপ্রদেশের রাজগড় থেকে।
সুপ্রিয়া সুলে— এন সি পি নেতা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া এবার লড়ছেন মহারাষ্ট্রের উপ- মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী , সম্পর্কে ননদ সুনেত্রা পাওয়ারের বিপক্ষে, কংগ্রেসের টিকিটে।
মহম্মদ সেলিম— মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বামেদের টিকিটে লড়ছেন মহম্মদ সেলিম।
ডিম্পল যাদব— সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল এবারে প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মইনপুরি কেন্দ্র থেকে।
প্রহ্লাদ জোশী— বর্তমান কয়লা মন্ত্রী এবারে লড়ছেন কর্ণাটকের ধারোয়ার থেকে।
বদর উদ্দিন আজমল— এ আই ইউ ডি এফ প্রার্থী , দেশের ধনীতম প্রার্থী আজমল আসামের ধুবড়ি থেকে লড়ছেন সাংসদ পদের জন্য।
❤ Support Us