- দে । শ
- এপ্রিল ২৬, ২০২৪
ভোটরঙ্গের হাওড়া। কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেছেন বামপ্রার্থী। প্রশ্ন, জয়ের ব্যবধান কতটা বাড়াবেন ফুটবলের অর্জুন

কথায় বলে কলকাতার যমজ, তবুও যেন দুয়োরাণী হয়ে আছে হাওড়া শহর ।যতই নাম থাক কবিকঙ্কণের লেখায়,যতই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভরকেন্দ্র হোক, এখনও উন্নয়নের জোয়ার থেকে শতযোজন দূরে থেকে গেল শতাব্দী প্রাচীন শহর।শহরে প্রবেশের মুহূর্তেই আপনাকে স্বাগত জানাবে এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি মাছবাজারের আঁশটে গন্ধ এবং জঞ্জালের পাহাড়, ভোট আসে, ভোট যায়, কিন্তু মাছের বাজারের দুর্গন্ধ দূর হয়না।এছাড়াও গোদের ওপর বিষফোঁড়ার মতো রয়েছে বর্ষাকালের তীব্র জলযন্ত্রণা। ২০২৪ সালের তথ্য অনুযায়ী হাওড়া জেলার জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি।এর মধ্যে গ্রামীণ এলাকার বাসিন্দা প্রায় দুকোটি । মোট সাতটি বিধানসভা, বালি, উত্তর হাওড়া,মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিন হাওড়া, শাঁকরাইল ও পাঁচলা। শহরের তুলনায় গ্রামীণ এলাকার উন্নতি চোখে পড়ার মতো। রাস্তাঘাট, পরিশুদ্ধ পানীয় জল,হাসপাতাল, স্কুল, আবাস যোজনায় বাড়ি সবই হয়েছে, তবু বিশেষত পৌরসভা এলাকার দুর্গতি চরম বলে মনে করেন বাসিন্দারা।হাওড়ার দীর্ঘদিনের বাসিন্দা অপর্ণা দেবী জানালেন, তাঁর মতে হাওড়ার পথঘাটের কোন উন্নতি হয়নি বললে ভুল হবে। প্রধান রাস্তাগুলি উঁচু হয়েছে। তবে বর্ষাকালে নিকাশি সমস্যা রয়েই গেছে। বাড়ছে মশা মাছির উপদ্রব, জলবাহিত রোগ। শিবপুর কাজিপাড়ার ইমরান আলির মতে রমযান মাসেও ছিল জলের কষ্ট।“ সারাদিন রোজা রাখার পর গরমে খাবার জল না পেলে কেমন লাগে বলুন?”
যদিও শহরাঞ্চচলে উন্নতি হয়নি এই কথা মানতে নারাজ তিনবারের নির্বাচিত সাংসদ এবং এবারের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলেছেন তাঁর কাজের খতিয়ান জানা যাবে পার্লামেন্টের ওয়েব পোর্টালে ক্লিক করলেই। বিজেপি প্রার্থী ডঃ রথীন চক্রবর্তীর অভিযোগ বিদায়ী সাংসদ পাঁচ বছরের মধ্যে পৌনে পাঁচ বছর ঘুমিয়ে কাটান। তাঁর কটাক্ষকে নস্যাৎ করে দিয়ে প্রসূনবাবু বললেন, ‘ উনি যা অভিযোগ করছেন তার ভিত্তি নেই।’ অসন্ন ভোটের বাম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় নির্বাচনে ইস্যু করেছেন বাংলার প্রতি কেন্দ্রের বাংলা বঞ্চনাকে । তাঁর মতে খাদ্য , বস্ত্র, বাসস্থান মানুষের মূল বেঁচে থাকার উপকরণ। মানুষ চায় কাজ, খাদ্য ও শান্তি । তাই বামপন্থীরা এইবার সাধারণ মানুষের এসব চাহিদাকেই সামনে রেখেই ভোটে লড়বে।২০১৯ এর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৭৬৭১১টি ভোট, যা ছিল তাঁর প্রতিদ্বন্দি বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ও বাম প্রার্থী সুমিত্র অধিকারী থেকে যথাক্রমে ৩৮.৫৪% ও ৮.৪৮% বেশি।এখন দেখার যে মোহনবাগানের ঘরের ছেলে আবার ভোট ব্যবধান বাড়িয়ে ফিরে আসেন, না অন্যকোনো অঘটন ঘটে।
হাওড়া বেশি প্রাচীন না কলকাতা? এই নিয়ে বিতর্ক চলবে। একসময়ের বহু গুণী শিল্পীর আঁতুড়ঘর হাওড়া বেশিরভাগ মানুষের কাছে “কলকাতার প্রবেশের দ্বার” হিসাবে থেকে যাবে নাকি তার দুয়োরাণী তকমা এইবার ঝেড়ে ফেলে আবার আত্মপ্রকাশ করবে একদা “ভারতের শেফিল্ড”,সেদিকেই তাকিয়ে থাকবে এই শহর।আপতত কয়েকদিন চলবে তরজা আর কেন্দ্রীয় শাসকের হম্বি তম্বি এবং বাংলার অস্তিত্বরক্ষার সঙ্কল্প।
❤ Support Us