- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২০, ২০২৪
পঞ্চম দফায় ভোট দানে এগিয়ে বাংলা, দ্বিতীয় স্থানে লাদাখ

নির্বাচন কমিশন সুত্রে খবর, বেলা এগারোটায় এখনও ভোট শতাংশের হারে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। এখানে ভোটের হার ৩২.৭০ শতাংশ । এরপর আশ্চর্যজনক ভাবে ভোট শতাংশে দ্বিতীয় স্থানে দুর্গম পার্বত্য অঞ্চল লাদাখ। সেখানে ভোটের হার ২৭.৮৭ শতাংশ। তৃতীয় স্থানাধিকারি উত্তর প্রদেশ। সেখানে ভোটের হার ২৭.৭৬ শতাংশ ।
এই রাজ্যে ভোট শতাংশে সবাইকে পিছনে ফেলেছে আরামবাগ । সেখানে ভোট পড়েছে ৩৬.২১ শতাংশ । দ্বিতীয় স্থানে রয়েছে উলুবেড়িয়া(৩৩.৯৮%)। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি(৩৩.৭৮%)।
মুম্বইয়ে চিত্রতারকারা বিভিন্ন বুথে ভোট দিতে হাজির গীতিকার গুলজার, ফারহান আখতার, জাহ্নবী কাপুর ,কৈলাস খের,সুনীল শেঠি,রণদীপ হুডা, হেমা মালিনী, ধর্মেন্দ্র প্রমুখ সেলেবরাও । প্রথমবার ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিলেন ‘খিলাড়ি’ অক্ষয়কুমার । অমেঠির গৌরিগঞ্জে নিজের গ্রামে ভোট দিলেন স্মৃতি ইরানি। সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি । সপরিবারে ভোট দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।ফুরফুরা শরিফে ভোট দিয়েছেন আইএসএফের নৌশাদ সিদ্দিকি ।
এর মধ্যেই বিক্ষিপ্ত ঘটনার খবর আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্রে । ডোমজুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। হুগলিতে এখনও পর্যন্ত কমিশনকে পাঠানো অভিযোগের তালিকায় শীর্ষে হুগলি । উলুবেড়িয়ার একটি বুথে এক সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হয় সেই বুথ থেকে ।একই ঘটনা ঘটেছে হুগলির জাঙ্গিপাড়াতেও । অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরশুড়ায় আবার তৃণমূল পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে।
❤ Support Us