Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১, ২০২৪

সপ্তম দফার ভোটে বাংলার বিভিন্ন বুথে উত্তেজনা। দেড় হাজার অভিযোগ জমা পড়লো কমিশনে

আরম্ভ ওয়েব ডেস্ক
সপ্তম দফার ভোটে বাংলার বিভিন্ন বুথে উত্তেজনা। দেড় হাজার অভিযোগ জমা পড়লো কমিশনে

দেশজুড়ে চলছে সপ্তম তথা শেষ দফা  নির্বাচন । এ দফায় ৭ টি রাজ্য ও ১টি  কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭  আসনে চলছে ভোটগ্রহণ ।
দক্ষিনবঙ্গের দিকে ভোট যত এগিয়েছে তত উথে এসেছে একেরে পর এক অশান্তির ঘটনা । আজ শেষ দফা ভোটের  পরিস্থিতিও  খুব বদল হয়নি । এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিককে মারার অভিযোগ উঠলো এক সিএপিএফ জওয়ানের  বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বরানগরে । বরানগর দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত । সেখানে চলছে বিধানসভা উপনির্বাচন । অন্যদিকে বারুইপুরে বাম প্রার্থী সৃজনকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা  শাহ হালিমের এজেন্টের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে । আজও অশান্তি ভাঙড়ে । তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধে জড়িয়ে পরলে  এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে । সূর্যকান্ত মিশ্রের মেয়েকে বুথের ভিতরে হেনস্থার অভিযোগ । যাদবপুর কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা । এর মধ্যে  ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার ধরলেন বাম প্রার্থী প্রতিকুর রহমান । বেলগাছিয়ায় বিজেপি তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে চোর স্লোগান তৃণমূল কর্মীদের । শেষ দফা ভোটেও  অশান্তির শেষ নেই পশ্চিমবঙ্গে । দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘতেছে মারাত্মক ঘটনা । ইভিএম, ভিভি প্যাড মেশিন পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে ৪০ ও ৪১  নম্বর বুথে । জানা গেছে শাসক সমর্থকদের পক্ষ থেকে হুমকি পেতেই উত্তেজিত জনতা ইভিএমটি পাশের পুকুরে ফেলে দেয় । পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের তরফে এনিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে । পাশাপাশি ভোট প্রক্রিয়া সুষ্ঠ ভাবে চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে । ওই সেক্টরের অধীনে সবকটি বুথে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে ।

সব মিলিয়ে এখনও পর্যন্ত লাগাতার একের পর এক অশান্তির খবর আসছে । এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার অভিযোগ  জমা পড়েছে  নির্বাচন কমিশনের দফতরে । সকাল  এগারোটা পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণের সার্বিক হার ২২.১০%। ভোটদানের হারে এগিয়ে রয়েছে হিমাচল প্রদেশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!