- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১, ২০২৪
সপ্তম দফার ভোটে বাংলার বিভিন্ন বুথে উত্তেজনা। দেড় হাজার অভিযোগ জমা পড়লো কমিশনে

দেশজুড়ে চলছে সপ্তম তথা শেষ দফা নির্বাচন । এ দফায় ৭ টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে চলছে ভোটগ্রহণ ।
দক্ষিনবঙ্গের দিকে ভোট যত এগিয়েছে তত উথে এসেছে একেরে পর এক অশান্তির ঘটনা । আজ শেষ দফা ভোটের পরিস্থিতিও খুব বদল হয়নি । এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিককে মারার অভিযোগ উঠলো এক সিএপিএফ জওয়ানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বরানগরে । বরানগর দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত । সেখানে চলছে বিধানসভা উপনির্বাচন । অন্যদিকে বারুইপুরে বাম প্রার্থী সৃজনকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের এজেন্টের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে । আজও অশান্তি ভাঙড়ে । তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধে জড়িয়ে পরলে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে । সূর্যকান্ত মিশ্রের মেয়েকে বুথের ভিতরে হেনস্থার অভিযোগ । যাদবপুর কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা । এর মধ্যে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার ধরলেন বাম প্রার্থী প্রতিকুর রহমান । বেলগাছিয়ায় বিজেপি তারকা প্রচারক তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে চোর স্লোগান তৃণমূল কর্মীদের । শেষ দফা ভোটেও অশান্তির শেষ নেই পশ্চিমবঙ্গে । দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘতেছে মারাত্মক ঘটনা । ইভিএম, ভিভি প্যাড মেশিন পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে ৪০ ও ৪১ নম্বর বুথে । জানা গেছে শাসক সমর্থকদের পক্ষ থেকে হুমকি পেতেই উত্তেজিত জনতা ইভিএমটি পাশের পুকুরে ফেলে দেয় । পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের তরফে এনিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে । পাশাপাশি ভোট প্রক্রিয়া সুষ্ঠ ভাবে চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে । ওই সেক্টরের অধীনে সবকটি বুথে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে ।
Reserve EVMs & papers of Sector Officer near Benimadhavpur FP school, at 129-Kultali AC of 19-Jaynagar (SC) PC looted by local mob and 1 CU, 1 BU , 2VVPAT machines thrown inside a pond. FIR lodged by Sector Officer and necessary action initiated.
(Pictures: Screenshot from viral… https://t.co/WcZ9pQYN7m pic.twitter.com/OlYJl92jnk
— ANI (@ANI) June 1, 2024
সব মিলিয়ে এখনও পর্যন্ত লাগাতার একের পর এক অশান্তির খবর আসছে । এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে । সকাল এগারোটা পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণের সার্বিক হার ২২.১০%। ভোটদানের হারে এগিয়ে রয়েছে হিমাচল প্রদেশ ।
❤ Support Us