- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৯, ২০২৪
পঞ্চম দফায় দেশের ৪৯ আসনে নির্বাচন

আগামী ২০মে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। এই দফায় মোট ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে রয়েছে ভোট।
পঞ্চম দফায় ৪৯ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এই দফায় কংগ্রেস লড়ছে ১৮ আসনে।মায়াবতীর বিএসপির প্রার্থী এদফায় সবচেয়ে বেশি।৪৬ জন।অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি প্রার্থী দিয়েছে ১০ আসনে। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের আরামবাগ কেন্দ্রে ১০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।একটি কেন্দ্রে প্রার্থীর সংখ্যায় এটাই এদফায় দেশের মধ্যে সর্বাধিক।
ঝাড়খণ্ডে ৩টি আসনে, বিহারের ৫টি, পশ্চিমবঙ্গে ৭টি, মহারাষ্ট্রে ১৩, ওড়িশায় ৫, উত্তরপ্রদেশে ১৪, এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে একটি করে আসনে ভোট গ্রহণ হবে সোমবার। রায়বরেলি কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি। অপরদিকে, অমেঠিতে এবারে পদ্ম শিবিরের প্রার্থী স্মৃতি জুবিন ইরানী। গতবার এই কেন্দ্রেই তিনি রাহুল গান্ধিকে পরাস্ত করেছিলেন তাঁর ঘরের মাঠেই। যদিও এবারে ভোট প্রয়োগের হার যথেষ্ট কম। ফলে সবকটি রাজনৈতিক দলই চাইবে বাকি তিন দফায় সেই খামতি পুষিয়ে নিতে। লখনউ এ রাজনাথ সিং (বিজেপি), মুম্বই উত্তর- পীযুষ গোয়েল (বিজেপি), বারামুলা – ওমর আবদুল্লা (জে.কে ন্যাশনাল কনফারেন্স) এবারের দফায় হেভিওয়েট প্রার্থী।
এই দফায় পশ্চিমবঙ্গে ৭টি আসনে ভোট গ্রহণ হবে। কেন্দ্রগুলি হল- হাওড়া সদর, উলুবেড়িয়া, হুগলী, আরামবাগ, শ্রীরামপুর, বনগাঁ আর ব্যারাকপুর।
পঞ্চম দফায় রাজ্যের প্রার্থী কারা ?
১. হুগলি – লকেট চট্টোপাধ্যায় (বিজেপি), রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল ) ও মনোদীপ ঘোষ (সিপিএম)
২. শ্রীরামপুর– কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল ), দীপ্সিতা ধর (সিপিএম ) ও কবীরশঙ্কর বসু (বিজেপি )
৩. আরামবাগ– মিতালী বাগ (তৃণমূল), বিপ্লব কুমার মৈত্র (সিপিএম), অরূপ কান্তি দিগর (বিজেপি) ছাড়াও আরো সাতজন নির্বাচনে দাঁড়িয়েছে ।
৪. হাওড়া– প্রসূন বন্দ্যোপাধ্যায় (তৃণমূল ),সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম) ও রথীন চক্রবর্তী (বিজেপি)
৫. উলুবেড়িয়া– সাজদা আহমেদ (তৃণমূল ), আজহার মল্লিক (কংগ্রেস), অরুনউদয় পালচৌধুরী (বিজেপি)
৬. বনগাঁ– প্রদীপ কুমার বিশ্বাস (কংগ্রেস), বিশ্বজিৎ দাস (কংগ্রেস) ও শান্তনু ঠাকুর (বিজেপি)
৭. ব্যারাকপুর – অর্জুন সিংস (বিজেপি), পার্থ ভৌমিক (তৃণমূল কংগ্রেস) ও দেবদূত ঘোষ (সিপিএম)
এদিকে সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুরের হাওয়া অফিস। সেক্ষেত্রে , ভোটের উত্তাপ আর বৃষ্টির শীতলতায় সপ্তাহের শুরুর দিনটা জমজমাট থাকবে বলে আশা করাই যায়।
❤ Support Us