- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৯, ২০২৩
মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রস্তাব ৬/৪ ভোটে অনুমোদন এথিক্স কমিটিতে
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ খারিজের প্রস্তাবে অনুমোদন দিল লোকসভার এথিক্স কমিটির। বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ সংক্রান্ত ভোটাভুটিতে মহুয়ার সাংসদ পদ খারিজের করার প্রস্তাবের পক্ষে পড়ে ৬টি ভোট। প্রস্তাবের বিরোধিতা করেন চার বিরোধী সাংসদ। তাঁরা হলেন কংগ্রেসের ভি ভাইতিলিঙ্গম, সিপিআইয়ের টি নটরাজন, জেডিইউয়ের গিরিধারী যাদব ও বিএসপির দানিশ আলি।
আগামিকাল, অর্থাৎ শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই প্রস্তাব জমা দেওয়া হবে এথিক্স কমিটির তরফে। কমিটির এদিনের ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন আরও একজন কংগ্রেস সাংসদ, তিনি হলেন প্রণীত কৌর। বিজেপি নেতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী। স্বামীর কারণেই তিনি এখন কংগ্রেস শিবির থেকে দূরে চলে গিয়েছেন। এদিনের ভোটাভুটিতেও তিনি বিজেপি সাংসদদেরই সমর্থন করে মহুয়ার বিপক্ষেই ভোট দিয়েছেন। এদিকে কংগ্রেস সাংসদ নরেশ উত্তম কুমার রেড্ডি তেলেঙ্গানায় থাকায় এদিনে ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। নিজের রাজ্যে মনোনয়ন জমা দিতে যাওয়ায় তাঁর পক্ষে ভোটাভুটিতে উপস্থিত থাকা সম্ভব হয়নি।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময় মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে পারেন লোকসভার স্পিকার। সেই ভোটাভুটির হিসেবেও মহুয়ার সাংসদ পদ খারিজের পক্ষেই বেশি ভোট পড়ার সম্ভাবনা, বিজেপি সাংসদদের সংখ্যাধিক্যের কারণে। এর ফলে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ এখন সময়ের অপেক্ষা।
❤ Support Us