Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ৯, ২০২৩

এথিক্স কমিটির ৫০০ পাতার রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব

আরম্ভ ওয়েব ডেস্ক
এথিক্স কমিটির ৫০০ পাতার রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব

“টাকার বিনিময়ে প্রশ্ন” বিতর্কে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি। ৫০০ পাতার এথিক্স কমিটির রিপোর্টে  উল্লেখ করা হয়েছে, “এই ঘটনার তদন্ত করা উচিত ভারত সরকারের”। লোকসভায় এথিক্স কমিটির ৫০০ পাতার রিপোর্ট জমা পড়ল।

গত বৃহস্পতিবার ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে এথিক্স কমিটির সামনের হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু মাঝ-পথেই বৈঠক থেকে ওয়াকআউট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ-সহ বিরোধীরা সাংসদরা। তারপর কক্ষের বাইরে চলে তুমুল বিক্ষোভ।

লোকসভার পোর্টালে প্রত্যেক সাংসদের আলাদা লগইন ও পাসওয়ার্ড থাকে। এথিক্স কমিটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেই লগইন ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া মৈত্র। এরপরই দেশের বাইরে থেকে পোর্টালে লগইন করা হয়। কমিটির মতে, “স্রেফ অনৈতিক নয়, এই কাজ সংসদের অবমাননা”।  কমিটির আরও সুপারিশ, “টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইন ও প্রাতিষ্ঠানিক তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের”।

এদিকে সংসদের টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তবে পোর্টাল লগইন ক্রেডেনশিয়াল অর্থাৎ লগ ইন ও পাসওয়ার্ড যে শেয়ার করেছিলেন, সেকথা কিন্তু স্বীকার করেছেন মহুয়া। সাংসদের যুক্তি, তাঁর সংসদীয় এলাকা অনেক দূরে। তাই লোকসভায় কী প্রশ্ন করবেন, তা টাইপ করতে বলেছিলেন বন্ধু দর্শন হিরানন্দানিকে। মহুয়ার এই স্বীকারোক্তিই এথিক্স কমিটির হাতিয়ার।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!