Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ১১, ২০২১

আলটপকা মন্তব্য, আবার বাড়ল প্রজ্ঞার রক্তচাপ

আলটপকা মন্তব্য, আবার বাড়ল প্রজ্ঞার রক্তচাপ

আলটপকা মন্তব্য করতে অভ্যস্ত প্রজ্ঞা আবার আসরে।বললেন, ভোরের আজান ব্যাঘাত ঘটায়। রোগীদের রক্তচাপ বাড়িয়ে দেয়।মঙ্গলবার ভোপালের বেরাসিয়ায় একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদ বলেছেন, ভোর সাড়ে পাঁচটায় খুব জোরে আওয়াজ হয়। সেই শব্দ বাড়তেই থাকে। মানুষের ঘুম ভেঙে যায়। রোগীদের সমস্যা হয়। ওঁদের প্রার্থনার আওয়াজ বারবার আমাদের শুনতে হয়। কিন্তু তাতে কারও কিছু এসে যায় না। কিন্তু আমরা যখন মাইক ব্যবহার করি বা প্রার্থনা করি, তখনই বিধর্মীদের সমস্যা হয়। ওঁরা নাকি অন্য ধর্মের প্রার্থনা শুনতে পারে না। এটা নাকি ইসলামে বারণ। আমরা হিন্দুরা অন্যদের ধর্মবিশ্বাসের দিকে নজর রাখি কারণ, আমরা সর্বধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের কি এটা করা উচিত?

প্রজ্ঞার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের দাবি, ‘প্রজ্ঞা ঠাকুর একটি ধর্মীয় নিয়মের অপমান করছেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের বক্তব্য আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। বিজেপি অবশ্য বলছে, ভারত গণতান্ত্রিক দেশ। প্রজ্ঞা যদি এমন কিছু বলেও থাকেন, তাহলে সেটা তাঁর বক্তিগত মত। এবং তাঁর মত প্রকাশের অধিকার আছে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রজ্ঞা। গত ফেব্রুয়ারি মাসে প্রথমে এইমসে ভর্তি করা হয়। পরে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ডিসেম্বরেও অসুস্থ হয়ে পড়েছিলেন। মে মাসে তিনি দাবি করেছিলেন, প্রতিদিন যদি দেশি গোরুর গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। এরকমই মন্তব্য আর বিতর্ক প্রবণ প্রজ্ঞাকে অবজ্ঞা করার সাধ্য কার? স্বভাবত নীরব তাঁর দলও।

 


  • Tags:

Read by: 340 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা