Advertisement
  • বৈষয়িক
  • এপ্রিল ৬, ২০২৩

বিলাস পণ্য বেচে শিখর স্পর্শ । ২০০ বিলিয়ন ডলারের সম্পদ গড়ে রেকর্ড গড়লেন ফরাসি ধন কুবের আর্নল্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
বিলাস পণ্য বেচে শিখর স্পর্শ । ২০০ বিলিয়ন ডলারের সম্পদ গড়ে রেকর্ড গড়লেন ফরাসি ধন কুবের আর্নল্ট

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন বিলাসদ্রব্যের উৎপাদক ফরাসি সংস্থা এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড আর্নল্ট ।তাঁর সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাপিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানে এখবর  প্রকাশিত হয়েছে। এর আগে এই তালিকা শীর্ষে ছিলেন দুজন, টেলসার সিইও এলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।সেখানে এবার এককভাবে বিশ্বের ধনী ব্যক্তির শিখর স্পর্শ করলেন আর্নল্ড।

ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স অনুসারে, বার্নার্ড আর্নল্ডের সম্পদের পরিমাণ গত মঙ্গলবার ২০১ বিলিয়ন ডলার ছুঁয়েছে। চলতি বছরেই আর্নল্ডের সংস্থা বিপুল পরিমাণ টাকার সম্পদ বাড়িয়েছে। টাকার অঙ্কে ৩৯ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে। এছাড়া এলভিএমএইচের শেয়ারের দর ৩০ শতাংশ বেড়েছে বলেও জানা গিয়েছে।

২০২০ সালের অগাস্টে জেফ বেজসের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছোঁয়। সেবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় নাম তোলেন জেফ বেজস। এখন তিনি বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় তিন নম্বর স্থানাধিকারী বলে জানা গিয়েছে।

১৯৮৯ সাল থেকে বিলাসদ্রব্যের সংস্থা এলভিএমএইচ কর্তৃত্বভার বার্নার্ড আর্নল্ডের হাতে। জানা গিয়েছে, নিজের সংস্থা পরিচালনায় সন্তানদের হাতে গুরুদায়িত্ব তুলে দিয়েছেন আর্নল্ড। আর তাঁরা সাফল্যের সঙ্গেই দায়িত্বপালন করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!