Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৪

স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতি কম, তীব্র দাবদাহে জোরালো হচ্ছে ‘মর্নিং স্কুল’-এর দাবি

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতি কম, তীব্র দাবদাহে জোরালো হচ্ছে ‘মর্নিং স্কুল’-এর দাবি

দীর্ঘদিন ধরে চলা নির্বাচন ও গরমের ছুটির পর অবশেষে সরকারি নির্দেশিকা মেনে গতকাল থেকে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি চালু হল। তবে পড়ুয়াদের উপস্থিতির হার মোটেও আশাব্যঞ্জক নয়। হাতেগোনা মাত্র কজন ছাত্রছাত্রী এসেছে স্কুলে। অনেকে এর পিছনে মাত্রাতিরিক্ত গরমকে দায়ী করছেন । গত কদিনে উষ্ণতা যে হারে বেড়েছে , তাতে যেসব শিক্ষার্থীরা স্কুলে এসেছে তারা তো বটেই, শিক্ষক শিক্ষিকারাও অসুস্থ হয়ে পড়ছেন । বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শহরবাসীর রীতিমতো হাঁসফাঁস দশা। সবচেয়ে মারাত্মক অবস্থা বাঁকুড়া জেলার। সেখানে তীব্র দাবদাহে অভিভাবকদের তরফ থেকে মর্নিং স্কুলের দাবি করা হচ্ছে। কেউ কেউ গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করার আবেদনও জানিয়েছেন।

ভোট ও গরমের ছুটি মোটামুটি একই সময় ঘোষণা হওয়ার জন্য প্রায় দু মাস পঠনপাঠন বন্ধ ছিল। ফলে সিলেবাস সঠিক সময়ে শেষ করা যাবে কিনা তা নিয়ে শিক্ষক মহলের একাংশ যথেষ্ট সন্দিহান ছিলেন । এদিকে যে হারে গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, তাতে গ্রীষ্মাবকাশ বৃদ্ধি পেলে পড়াশোনায় তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা মহল। পাশাপাশি আবহাওয়া দফতরও বঙ্গে বর্ষা আগমনের কোনও সুখবর শোনাতে পারেনি। বরং তাদের দাবি দক্ষিণবঙ্গে এই অস্বস্ত্বিকর পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে তার প্রবেশ ঘটেনি।গরমে কলকাতাসহ দক্ষিণবঙ্গের মানুষের রীতিমতো নাজেহাল অবস্থা। এমতাবস্থায় পড়ুয়া ও অভিভাবকদের তরফে মর্নিং স্কুলের দাবি জোরালো হচ্ছে। তবে শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনো কোনও নতুন নির্দেশিকা জারি করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!