Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৭, ২০২৪

ভোট প্রয়োগে এগিয়ে বাংলা। মুর্শিদাবাদে অশান্তি। ৬০ ইভিএম মেশিন নিয়ে আপত্তি। রানী নগরে পাকড়াও ভুয়ো এজেন্ট

অশান্তির অভিযোগ ২৯৮। বিহারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রিসাইডিং অফিসার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট প্রয়োগে এগিয়ে বাংলা। মুর্শিদাবাদে অশান্তি। ৬০ ইভিএম মেশিন নিয়ে আপত্তি। রানী নগরে পাকড়াও ভুয়ো এজেন্ট

দেশ জুড়ে প্রবল উত্তেজনা। চলছে লোকসভা তৃতীয় দফা নির্বাচন। মোট মোট ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ টি লোকসভা কেন্দ্রের ১৩৫২জন প্রার্থীর আজ অগ্নিপরীক্ষা, এঁদের ১২১১ জন পুরুষ, ১২১ মহিলা।  মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাত, কর্ণাটক, মধ্য প্রদেশ, অসম, বিহার, ছত্তিসগড়,গোয়া, পশ্চিমবঙ্গ, জম্মু -কাশ্মীর, দাদরা নগর হাভেলি, দমন দিউ-এর অন্তর্গত এসব কেন্দ্র।

সকাল এগারোটা পর্যন্ত ভোট প্রয়োগের  নিরিখে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। রাজ্যের চার আসনে ভোটের হার ৩২.৮২ । তারপরেই গোয়া আর মধ্য প্রদেশ। অসমে ভোটের শতাংশ এ পর্যন্ত ২৭.৩৪ শতাংশ। ছত্তিসগড়ে ২৯.৯০ । গুজরাটে  ২৪.৩৫ ।

আহমেদাবাদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এটি গান্ধীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ,এখানকার প্রার্থী  দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশের সাইফাইতে স্ত্রী ও মইনপুরিতে সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদবকে নিয়ে ভোট দিতে আসেন মুলায়ম পুত্র অখিলেশ যাদব। কর্ণাটকের কালবুরগিতে ভোট দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকারজুন খাড়গে। মহারাষ্ট্রের বারামতি কেন্দ্রে স্ত্রী সুনেত্রা পাওয়ারকে নিয়ে ভোট দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর স্ত্রী এই কেন্দ্রের এন সি পি প্রার্থী। গান্ধিনগরে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন অমিত শাহ। মধ্যপ্রদেশের বিদিশায় ভোট দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিয়াপ্পা ভোট দিয়েছেন শিবমোগা কেন্দ্রে।

আরব সাগরের পাড়ে বিজেপি ভোট শতাংশ কমার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০১৯ সালে, যেসব আসনে আজ ভোট হচ্ছে সেসব আসনে ৯৩আসনের মধ্যে ৭২ টি পেয়েছিল বিজেপি , এবার তাদের রঙ অপেক্ষাকৃত ফিকে, আসন কমতে পারে।
বাংলায় ভোট হচ্ছে জঙ্গিপুর, মালদা দক্ষিণ, মালদা উত্তর, মুর্শিদাবাদসহ চার আসনে। ভোটপ্রয়োগের হারে এগিয়ে জঙ্গিপুর । প্রথম দু ঘণ্টায় সেখানে ভোটের হার ১৬.৯৫ , ১৬.৩ শতাংশ মালদা দক্ষিণে।

মুর্শিদাবাদের দুই কেন্দ্র থেকে অশান্তির   অভিযোগ আসছে। ডোমকলে  বোমাবাজি হয়েছে। ৬০ ইভিএম মেশিন নিয়ে আপত্তি উঠেছে।  রাণীনগরে পাকড়াও এক ভুয়ো এজেন্ট। বামেরা নির্বাচন কমিশনের কাছে ২৯৮টি অশান্তির অভিযোগ জমা দিয়েছেন।  বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করেছেন বলে খবর রটেছে।  কোথাও কোথাও প্রার্থীকে দেখে ‘গো ব্যাক’ শ্লোগান রব উঠেছে। স্বস্তিতে নেই বিহার। এক জন প্রিসাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তৃতীয় দফায় স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা অনেকানেক। আশঙ্কা অশান্তি বাড়বে। বাংলার চার আসনে বাড়বে ভোট প্রয়োগের হার। কোনও দল সুচাগ্র মেদিনী ছাড়বেনা। নেতা কর্মীরা দাঁতে দাঁত চেপে বুথে বুথে ছুটছেন । কর্কশ প্রতিবন্ধকতার সম্মুখীন শাসক গোষ্ঠী। আকাশ মেঘলা, বজ্রপাতের আশঙ্কা বিস্তর। কে কোথায় ছিটকে পড়েন , বলা মুশকিল। স্বস্তিতে নেই খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী । জনশক্তি সর্বাংশে ভোটের অধিকার কায়েম করতে মরিয়া। বাংলার চিত্র পরিষ্কার । আর্যাবর্তের আগন্তুক রাজনীতিকে রুখতে একাট্টা বাংলার মুখ। ইন্ডি জোট হিসেব কষছে , পিছিয়ে থাকবেনা তারা। দেশের নানা অংশে। আপাতত মোদি হাওয়া পাল তোলেনি ,উত্তর-পশ্চিমের বায়ু কোনদিকে ধেয়ে যাবে আন্দাজ করা কঠিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!