Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১১, ২০২১

১৯ নভেম্বর শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ 

১৯ নভেম্বর শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ 

কার্তিক পূর্ণিমার দিন শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ। সেদিন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী। নাসা জানিয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও আগামী ১৯ নভেম্বর প্রায় সাড়ে তিন ঘণ্টার চন্দ্রগ্রহণের সাক্ষী হবে গোটা বিশ্ব। গ্রহণের মুহূর্তে চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে। ভারতের অরুণাচল প্রদেশ, অসম এবং পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ১৯ নভেম্বর ভারতীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে।
ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়ায় দেখা যাবে। অনলাইনে লাইভ চন্দ্রগ্রহণ দেখার জন্য নাসার ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে।

https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!