- Uncategorized এই মুহূর্তে
- মার্চ ২৬, ২০২২
রুশ হানায় একটি করে শিশু বলি হচ্ছে, একটি করে শূন্য স্ট্রোলার যোগ হচ্ছে এই শহরের প্রাণকেন্দ্রে
লভিভের কেন্দ্রে রাখা ১০৯ টি খালি স্ট্রোলার। ছবি: রয়টার্স ।
রুশ-ইউক্রেন যুদ্ধের একমাস কেটে গেছে। রাশিয়ার রকেট-বোমা হানায় বিধ্বস্ত ইউক্রেন । কিয়েভ, মরিওপোল, লিভ সহ একাধিক শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়তে নিহতের সংখ্যা। হাহাকার ও কান্নায় ইউক্রেনের বাতাস যতই ভারী হচ্ছে, ততই লিভ শহরের প্রাণকেন্দ্রে বাড়ছে শূন্য স্ট্রোলারের সংখ্যা৷ ওগুলো এখন ফাঁকা, কারণ যে ওতে চড়ে ঘুরে বেড়াত সে আর নেই৷ রুশ হানায় প্রাণ হারিয়েছে ওই শিশু৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত শিশুদের স্মৃতির উদ্দেশে রাখা হয়েছে স্ট্রোলার বা প্র্যামগুলি৷ প্রতি নিহত শিশুর জন্য রাখা হয়েছে একটি শূন্য স্ট্রোলার৷ এ পর্যন্ত লিভের প্রাণকেন্দ্রে ফাঁকা স্ট্রোলারের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক৷ পর পর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে স্ট্রোলারগুলি৷
রাশিয়ার আক্রমণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বন্দর-শহর মরিওপোল৷ গত প্রায় এক মাস ধরে এই শহরের দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে মস্কো৷ ক্রমাগত হামলা শানিয়ে গিয়েছে আকাশপথে ও জলপথে৷ মঙ্গলবার প্রথম এই শহরে ঢুকতে পেরেছে রুশ বাহিনী৷ ইউক্রেনের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই শহরকে রাশিয়া ধূলিসাৎ করে দিতে চায়৷ পাশাপাশি সুমি শহরও ঘিরে ফেলেছে রুশ বাহিনী৷ ত্রস্ত ইউরোপের আশঙ্কা, এভাবে পুরো ইউক্রেনকেই দখল করে নেবে রাশিয়া৷
ঝুরাভকা নাতালিয়া তঙ্কোভিট নামে জনৈক কানাডিয়ান রাশিয়ার উদ্দেশে সংবাদমাধ্যমে বলেছেন, ‘মনে করে দেখো তোমাদের সন্তানরা যখন ছোট ছিল তারাও এরকমই স্ট্রোলারে বসে থাকত৷ ইউক্রেনীয় বংশোদ্ভূত এই মহিলার কাতর আর্তি, ‘কিছু শিশুকে আর এই স্ট্রোলারে বসানো যাবে না৷ কারণ তারা নিহত৷ বাকি শিশুদের কথা ভাবো। তারাও তোমাদের শিশুর মতোই। তাদের প্রতি তোমাদের ভালবাসার কথা ভাবো৷ আমি কোনও শূন্য স্ট্রোলার দেখতে চাই না৷’
যদিও প্রথম থেকেই রাশিয়া দাবি করে এসেছে, এটা তাদের বিশেষ সামরিক অভিযান৷ সাধারণ ইউক্রেনীয়দের তারা নিশানা করছে না৷ যুদ্ধ বিরতি রেখে মানবিক করিডোর গড়ে ইউক্রেনের জনসাধারণকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার সুযোগ দিচ্ছে । কিন্তু যুদ্ধের ভয়াবহ ছবি অন্য কথাই বলছে৷ চোখের সামনে তুলে ধরছে রক্তাক্ত বাস্তব ।
❤ Support Us