Advertisement
  • Uncategorized এই মুহূর্তে
  • মার্চ ২৬, ২০২২

রুশ হানায় একটি করে শিশু বলি হচ্ছে, একটি করে শূন্য স্ট্রোলার যোগ হচ্ছে এই শহরের প্রাণকেন্দ্রে

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ হানায় একটি করে শিশু বলি হচ্ছে, একটি করে শূন্য স্ট্রোলার যোগ হচ্ছে এই শহরের প্রাণকেন্দ্রে

লভিভের কেন্দ্রে রাখা ১০৯ টি খালি স্ট্রোলার। ছবি: রয়টার্স ।

রুশ-ইউক্রেন যুদ্ধের একমাস কেটে গেছে। রাশিয়ার রকেট-বোমা হানায় বিধ্বস্ত ইউক্রেন । কিয়েভ, মরিওপোল, লিভ সহ একাধিক শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়তে নিহতের সংখ্যা। হাহাকার ও কান্নায় ইউক্রেনের বাতাস যতই ভারী হচ্ছে, ততই লিভ শহরের প্রাণকেন্দ্রে বাড়ছে শূন্য স্ট্রোলারের সংখ্যা৷ ওগুলো এখন ফাঁকা, কারণ যে ওতে চড়ে ঘুরে বেড়াত সে আর নেই৷ রুশ হানায় প্রাণ হারিয়েছে ওই শিশু৷ রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত শিশুদের স্মৃতির উদ্দেশে রাখা হয়েছে স্ট্রোলার বা প্র্যামগুলি৷ প্রতি নিহত শিশুর জন্য রাখা হয়েছে একটি শূন্য স্ট্রোলার৷ এ পর্যন্ত লিভের প্রাণকেন্দ্রে ফাঁকা স্ট্রোলারের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক৷ পর পর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে স্ট্রোলারগুলি৷

রাশিয়ার আক্রমণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বন্দর-শহর মরিওপোল৷ গত প্রায় এক মাস ধরে এই শহরের দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে মস্কো৷ ক্রমাগত হামলা শানিয়ে গিয়েছে আকাশপথে ও জলপথে৷ মঙ্গলবার প্রথম এই শহরে ঢুকতে পেরেছে রুশ বাহিনী৷ ইউক্রেনের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই শহরকে রাশিয়া ধূলিসাৎ করে দিতে চায়৷ পাশাপাশি সুমি শহরও ঘিরে ফেলেছে রুশ বাহিনী৷ ত্রস্ত ইউরোপের আশঙ্কা, এভাবে পুরো ইউক্রেনকেই দখল করে নেবে রাশিয়া৷

ঝুরাভকা নাতালিয়া তঙ্কোভিট নামে জনৈক কানাডিয়ান রাশিয়ার উদ্দেশে সংবাদমাধ্যমে বলেছেন, ‘মনে করে দেখো তোমাদের সন্তানরা যখন ছোট ছিল তারাও এরকমই স্ট্রোলারে বসে থাকত৷ ইউক্রেনীয় বংশোদ্ভূত এই মহিলার কাতর আর্তি, ‘কিছু শিশুকে আর এই স্ট্রোলারে বসানো যাবে না৷ কারণ তারা নিহত৷ বাকি শিশুদের কথা ভাবো। তারাও তোমাদের শিশুর মতোই। তাদের প্রতি তোমাদের ভালবাসার কথা ভাবো৷ আমি কোনও শূন্য স্ট্রোলার দেখতে চাই না৷’

যদিও প্রথম থেকেই রাশিয়া দাবি করে এসেছে, এটা তাদের বিশেষ সামরিক অভিযান৷ সাধারণ ইউক্রেনীয়দের তারা নিশানা করছে না৷ যুদ্ধ বিরতি রেখে মানবিক করিডোর গড়ে ইউক্রেনের জনসাধারণকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার সুযোগ দিচ্ছে । কিন্তু যুদ্ধের ভয়াবহ ছবি অন্য কথাই বলছে৷ চোখের সামনে তুলে ধরছে রক্তাক্ত বাস্তব ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!