- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
প্রয়াত দেশের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন

ভারতের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল তাঁর হাত ধরেই। কৃষক এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবনযাপনে আমূল পরিবর্তন আনার কারিগর ছিলেন তিনি। সেই বিখ্যাত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
স্বামীনাথনের জন্ম ১৯২৫ সালের ৭ আগস্ট। দীর্ঘদিন কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শংকর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন তিনি। ধানের নতুন নতুন প্রজাতি আবিষ্কারের জন্য গোটা বিশ্বে স্বীকৃত এমএস স্বামীনাথন। ছয়ের দশকে যে সবুজ বিপ্লব ভারতীয় কৃষি ব্যবস্থা তথা সার্বিকভাবে ভারতের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিল, সেটিও মূলত তাঁরই মস্তিষ্কপ্রসূত বিষয়। এই কারণেই এমএস স্বামীনাথনকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
দীর্ঘ কর্মজীবনে একাধিক গবেষণা সংস্থার এবং সরকারি পদে আসীন ছিলেন স্বামীনাথন। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন। তিনি আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। দীর্ঘদিন যুক্ত ছিলেন যোজনা কমিশনের সঙ্গেও।
কৃষি গবেষণায় অবদানের জন্য বহু সম্মানও পেয়েছেন তিনি। ভারত সরকার তাঁকে তিনবার পদ্ম সম্মানে ভূষিত করেছেন। ১৯৮৭ সালে প্রথম বার বিশ্ব খাদ্য পুরস্কারও তাঁকেই দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি পান রামন ম্যাগসাইসাই সম্মান। ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার। তাঁর প্রয়াণে কৃষি বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বিরাট শূন্যতা তৈরি হল।
❤ Support Us