Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২২

বাম প্রার্থীর বাড়িতে আচমকা মদন!

আরম্ভ ওয়েব ডেস্ক
বাম প্রার্থীর বাড়িতে আচমকা মদন!

কামারহাটিতে বাম প্রার্থীর বাড়িতে আচমকা হাজির হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র । তাঁর ড্রয়িংরুমে বসে চা খেলেন। অনেকক্ষণ কথা বললেন । মদনের এই সৌজন্যে অনেকেই অবাক । শুরু হল জল্পনা, কামারহাটিতে পুরভোটের আগে অন্যরকম সমীকরণ কি তৈরি হচ্ছে?

৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী আসলাম আলির অভিযোগ, ইচ্ছে মতো তিনি প্রচারে বেরতে পারছেন না । বেরোলেই শাসক দলের কর্মীরা তাঁকে হুমকি দিচ্ছেন। এই খবর পেয়েই মদন মিত্র, পেশায় শিক্ষক আসলাম আলির বাড়িতে হাজির হয়ে তাঁকে আশ্বস্ত করে বলেছেন— কোনও হুমকিতেই ভয় পাবেন না। নিশ্চিন্তে প্রচার করুন ।

মদন বলেছেন, ‘থানা থেকে অভিযোগ শুনলাম, আমার এলাকায় বসবাসকারী সিপিএমের দুজন ছেলেও বলেছে। শুনেই বিরোধী দলের প্রার্থীকে আশ্বস্ত করতে তাঁর বাড়ি গিয়ে বললাম, ‘আপনি পোস্টার মারুন। তৃণমূলের কোনও ছেলে কিছু করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কামারহাটিতে লুঠ করার কোনও দরকার নেই ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!