- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৯, ২০২২
মাধবী মুখোপাধ্যায় অসুস্থ , ভর্তি হাসপাতালে

মাধবী মুখোপাধ্যায় অসুস্থ। সত্যজিতের চারুলতার চিকিৎসা চলছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বহুদিন ধরেই অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন অভিনেত্রী। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়েছে। শরীরে কমেছে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা । সেই কারণেই হঠাৎ অসুস্থবোধ করেন তিনি। পরিজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁকে ভর্তি করে নেন। বিভিন্ন টেস্ট আর ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মাধবী মুখোপাধ্যায়ের অভিনয়ে হাতেখড়ি মঞ্চের মধ্য দিয়ে। মা অভিনেত্রী লীলা দেবী, বাবা ছিলেন শৈলেন্দ্র মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের সঙ্গে মঞ্চে কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন সত্যজিৎ-এর ‘চারুলতা’।
শুধু সত্যজিৎ রায় নয়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তিন শ্রেষ্ঠ পরিচালকের ছবিতেই নায়িকা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেনের ‘২২শে শ্রাবণ’এ অভিনয় করেন তিনি। যদিও তখনও তাঁর নাম ছিল মাধুরী। ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নাম দেন মাধবী।
সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ছবিতে অভিনয় করে গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন মাধবী মুখোপাধ্যায়। সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ আমি মাধবী। সেই বইতে উঠে আসে অভিনেত্রীর জীবনের নানা অজানা কথা।কিংবদন্তী অভিনেত্রীর সুস্থতার কামনায় গুণমুগ্ধরা।
❤ Support Us