Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৮, ২০২২

সংশয়ের অবসান। ৭ মার্চ থেকে অনলাইনে মাধ্যমিক।

সংশয়ের অবসান। ৭ মার্চ থেকে অনলাইনে মাধ্যমিক।

অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা। সোমবার জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । করোনা পরিস্থিতিতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে । ভাইরাস সংক্রান্ত উপসর্গ থাকলে বা অসুস্থ হয়ে পড়লে সেই রুমে পরীক্ষা দিতে পারবে পড়ুয়া। আগামী ৭ মার্চ থেকে পরীক্ষা শুরু । শেষ হবে ১৬ মার্চ ।

পরীক্ষা হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল । সোমবার একটি বৈদ্যুতিন চ্যানেলে লাইভ ক্লাসরুম অনুষ্ঠানে সেই সংশয় খারিজ করে দেন পর্ষদ সভাপতি । অফলাইনে পরীক্ষা হবে । আগের মতোই পড়ুয়াদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকের মতো ‘হোম সেন্টার’ থাকবে না ।
পরীক্ষা সূচি— প্রথম ভাষা – ৭ মার্চ । দ্বিতীয় ভাষা – আগামী ৮ মার্চ । ভূগোল – ৯ মার্চ । ইতিহাস – ১১ মার্চ । জীবনবিজ্ঞান – ১২ মার্চ । অঙ্ক – ১৪ মার্চ । ভৌতবিজ্ঞান – ১৫ মার্চ । ঐচ্ছিক বিষয় – ১৬ মার্চ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!