Advertisement
  • এই মুহূর্তে
  • মে ২০, ২০২২

জুনের শুরুতেই মাধ্যমিকের ফল ঘোষণা, রেজাল্ট জানতে চোখ রাখুন এই ওয়েব সাইট গুলিতে…

আরম্ভ ওয়েব ডেস্ক
জুনের শুরুতেই মাধ্যমিকের ফল ঘোষণা, রেজাল্ট জানতে চোখ রাখুন এই ওয়েব সাইট গুলিতে…

দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিক ২০২২-এর রেজাল্ট। অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে পর্ষদে । আর কিছু নম্বর জমা পড়া বাকি থাকলেও তাও দ্রুত জমা পড়ে যাবে। সব পরিকল্পনা মাফিক চললে জুনের প্রথম সপ্তাহ পর্ষদ ফল প্রকাশ করলে খুব একটা সমস্যা হবে না বলেই মত পর্ষদের আধিকারিকদের। গোটা বিষয়টি নিয়েই রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। চলছে তুঙ্গ প্রস্তুতি ।

যদিও ফলপ্রকাশের চূড়ান্ত দিনক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। তবে জুনের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশ হতে পারে সেই সময় ধরেই এগোচ্ছে পর্ষদের আধিকারিকরা। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ‘জুনের শুরুতেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা চলছে। পরীক্ষার্থীরা শীঘ্রই তাঁদের ফলাফল আশা করতে পারে।’ মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা, wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইট গুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবে।

তবে মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানা যেতে পারে। উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। যদিও চূড়ান্তভাবে কত সংখ্যক পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিলেও তা জানা যাবে ফল প্রকাশের সময়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, একুশ সালে পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার বেশ লম্বা আবেদন পত্র জমা পড়েছে।

 


❤ Support Us
error: Content is protected !!