Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৬, ২০২৪

যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ডেভিড কপারফিল্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ডেভিড কপারফিল্ড

বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের (David Copperfield) বিরুদ্ধে এক ডজনেরও বেশি মহিলা যৌন হেনস্থার  অভিযোগ এনেছেন। গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে, তাদের তদন্তে ১৬ জন মহিলার নাম উঠে এসেছে। প্রখ্যাত মার্কিন জাদুকর তাঁদের সাথে এইরকম  কুৎসিত আচরণ করেছেন বলে তাঁদের অভিযোগ। তাদের বয়স তখন ১৮ বছরের কম ছিল বলেও কয়েকজন দাবি করেছেন ।
এই সমস্ত ঘটনা চলেছে প্রায় কয়েক দশক ধরে।
অভিযোগকারিণীদের মধ্যে তিনজন জানাচ্ছেন যে , জাদুকর তাঁদের ব্যবহার করার পূর্বে মাদক দিতেন। গার্ডিয়ান দাবি করেছে, যে তারা শতাধিক মানুষের সাথে এই ব্যাপারে কথা বলেছে। তাঁদের কথার মর্মার্থ যাচাই করার জন্য ১৯৮০ থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত  খতিয়ে দেখেছে পুলিশ এবং আদালতের নথিও। দেখা গেছে,যে মহিলারা অভিযোগ এনেছেন তাঁরা অধিকাংশই বিনোদন জগতের পরিচিত মুখ।

অপরদিকে কপারফিল্ডের আইনজীবী জানিয়েছেন,  তাঁর মক্কেল নাবালক তো দুরের কথা, কারোর সাথেই কখনও অভব্য আচরণ করেননি।
৬৭ বছরের এই সেলিব্রিটিকে নিয়ে বিতর্কের সুত্রপাত ঘটে ২০১৮ সালে। ব্রিটনি লিউইস নামের একজন মহিলা দাবি করেন ত্রিশ বছর আগে কপারফিল্ড তাঁকে যৌন লাঞ্ছনা করেন। এর পূর্বে তিনি তাঁকে মাদক দেন বলেও জানা যাচ্ছে। বলা বাহুল্য কপারফিল্ড তা সরাসরি নাকচ করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা দাবি করেন তিনি কপারফিল্ডের সংস্পর্শে প্রথম আসেন যখন তাঁর বয়স ১৫। তাঁর অভিযোগ জাদুকর প্রায়ই তাঁকে গভীর রাতে ফোন করতেন এবং নানারকম উপহার দিতেন। যেন তিনি তাঁর দ্বারা কিছুটা বশীভূত হয়ে পড়েছিলেন বলে মনে  হয় তাঁর। যদিও তারপরেই তিনি বলেন, তাঁর ১৮ বছর বয়স হলে তাঁরা সম্মতি-সূচক যৌন জীবন যাপন করতেন। তাঁদের মধ্যে চার বছরের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
কপারফিল্ড এর আগে  নারী পাচারকারী হিসেবে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সাথে জড়িত থাকার কারণে তদন্তের মুখোমুখি হন। এই বছর প্রকাশিত এই সংক্রান্ত নথিতে তাঁর নাম ছিল বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!