- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২২, ২০২৩
ইডি দফতরে হঠাৎ কেন জাদুকর ?
চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপের সঙ্গে ব্যবসায়িক চুক্তি, এবার সেই মামলার তদন্তেই জাদুকর পিসি সরকারকে ইডির তলব । শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে কন্যাকে সঙ্গে নিয়ে হাজির হলেন তিনি ।
চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপের সঙ্গে একটি রেস্তরা নিয়ে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল । এই মামলায় এর আগেও তার মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই । অভিযোগ আমানতকারীদের টাকা নিয়ে প্রতারণাকারী ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল জুনিয়র পিসি সরকারের।
টাওয়ার গ্রুপের অর্থ প্রতারণা মামলায় তদন্ত শুরু করেছিল সিবিআই । পরে সেই মামলার তদন্তভার যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে । সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে । এবার সেই মামলা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে জাদুকর পিসি সরকারকে । ইডি সূত্রের খবর, তাঁর বয়ানও রেকর্ড করা হবে ।
সম্প্রতি রাজ্যে নিয়োগ দুর্নীতি এবং রাজনীতির সংঙ্কীর্ণতার বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যমে সরব হয়েছিলেন বিখ্যাত এই জাদুকর । ঘোষণা করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং সাধারণ মানুষ বিচার না হওয়া পর্যন্ত তিনি আর শো করবেন না । প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির হয়ে নির্বাচনে দাড়িয়ে ছিলেন তিনি, পরাজিত হন । পরে সেই রাজনীতি নিয়েই সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি । এবার তাঁকেই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি।
❤ Support Us